Friday, May 10, 2024
spot_img
Homeজেলানির্বাচনের মুখে কলকাতা পর্যন্ত গাড়ি বাড়ানোর দাবি তুললেন কাকদ্বীপ মহকুমাবাসী

নির্বাচনের মুখে কলকাতা পর্যন্ত গাড়ি বাড়ানোর দাবি তুললেন কাকদ্বীপ মহকুমাবাসী

বিশ্ব সমাচার, কাকদ্বীপ : লোকসভা নির্বাচনের আগে কলকাতা থেকে বকখালি, পাথরপ্রতিমা ও কাকদ্বীপ পর্যন্ত সরকারি গাড়ি বাড়ানোর দাবি তুললেন কাকদ্বীপ মহকুমাবাসী। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সন্ধ্যার পর থেকে কলকাতায় যাওয়ার জন্য বাসস্ট্যান্ডে কোন গাড়ি থাকে না। বকখালি থেকে কলকাতায় যাওয়ার শেষ গাড়ি ছাড়ে বিকেল চারটে নাগাদ।

নির্বাচনের মুখে কলকাতা পর্যন্ত গাড়ি বাড়ানোর দাবি তুললেন কাকদ্বীপ মহকুমাবাসী

অন্যদিকে পাথরপ্রতিমা থেকে কলকাতায় যাওয়ার শেষ গাড়ি ছাড়ে বিকেল তিনটে নাগাদ। এদিকে কাকদ্বীপ বাসস্ট্যান্ড থেকে সাড়ে পাঁচটার পর কলকাতায় যাওয়ার কোন গাড়ি পাওয়া যায় না। স্বাভাবিক ভাবেই সমস্যায় পড়তে হয় যাত্রীদের। এই এলাকার বাসিন্দাদের আরও অভিযোগ,

নির্বাচনের মুখে কলকাতা পর্যন্ত গাড়ি বাড়ানোর দাবি তুললেন কাকদ্বীপ মহকুমাবাসী

২০২৩ সালের ডিসেম্বর মাস পর্যন্ত এই ১১৭ নম্বর জাতীয় সড়কে প্রতিদিন প্রায় ৩০টি গাড়ি কলকাতা পর্যন্ত যাতায়াত করত। বর্তমান এই রাস্তায় মাত্র আটটি গাড়ি কলকাতা পর্যন্ত যাতায়াত করে। সেই কারণে যাত্রীদের ভোগান্তির শেষ নেই। প্রতিটি গাড়িতে ঠাসা ভিড়ে ঠেলাঠেলি করে যাত্রীদের যাতায়াত করতে হয়।

নির্বাচনের মুখে কলকাতা পর্যন্ত গাড়ি বাড়ানোর দাবি তুললেন কাকদ্বীপ মহকুমাবাসী

এবার লোকসভা নির্বাচনের মুখে বকখালি ও পাথরপ্রতিমা থেকে কলকাতা পর্যন্ত বাসের সংখ্যা বাড়ানোর দাবি তুললেন এলাকাবাসী।এবিষয়ে মথুরাপুর লোকসভা কেন্দ্রের সিপিএমের প্রার্থী শরৎ হালদার বলেন, “প্রতিটা ক্ষেত্রেই সাধারণ মানুষের সমস্যার কথা সিপিএম তুলে ধরে।

নির্বাচনের মুখে কলকাতা পর্যন্ত গাড়ি বাড়ানোর দাবি তুললেন কাকদ্বীপ মহকুমাবাসী

এই বিষয়টি নিয়েও আমাদের নেতৃত্বদের মধ্যে আলোচনা হয়েছে। আগামী দিনে বাসের সংখ্যা বাড়ানোর দাবিতে সিপিএমের পক্ষ থেকে আন্দোলনে নামা হবে।”মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদার বলেন, “খুব শীঘ্রই বকখালিতে মাল্টিপারপাস বাস টার্মিনাল তৈরি করা হবে।

নির্বাচনের মুখে কলকাতা পর্যন্ত গাড়ি বাড়ানোর দাবি তুললেন কাকদ্বীপ মহকুমাবাসী

প্রকল্পটির অনুমোদন হয়ে গিয়েছে। জমিও চিহ্নিত করা হয়েছে। এই বাস টার্মিনাল তৈরি হয়ে গেলে বকখালি থেকে ২৪ ঘন্টা বাসের পরিষেবা পাওয়া যাবে। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় এই টার্মিনাল থেকে বাস ছাড়বে।”

Most Popular