Saturday, April 27, 2024
spot_img
Homeবিদেশআমেরিকায় সেতু দুর্ঘটনা, নিখোঁজ ৬, ভারতীয় ক্রুদের 'হিরো' আখ্যা মেয়রের

আমেরিকায় সেতু দুর্ঘটনা, নিখোঁজ ৬, ভারতীয় ক্রুদের ‘হিরো’ আখ্যা মেয়রের

মালবাহী জাহাজের সঙ্গে সেতুর ধাক্কার ঘটনায় ৬ জন নির্মাণকর্মীর মৃত্যুর আশঙ্কা রয়েছে।এখনও পর্যন্ত তাঁদের কোনও খোঁজ মেলেনি। উদ্ধারকারীদের ধারণা, তাঁদের জীবিত থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে, আমেরিকার মেরিল্যান্ড প্রদেশে বাল্টিমোরে।

আমেরিকায় সেতু দুর্ঘটনা, নিখোঁজ ৬, ভারতীয় ক্রুদের 'হিরো' আখ্যা মেয়রের

‘ফ্রান্সিস স্কট কি’ নামের ওই সেতু আমেরিকার এক বিখ্যাত সেতু। যার একটি ভিতে ধাক্কা মারে একটি মালবাহী জাহাজ। সঙ্গে সঙ্গে প্যাটাপস্কো নদীতে ভেঙে পড়ে অতিকায় সেতুটি। এদিকে ধাক্কা মারার পর সেতুর নিচে আটকে যায় ওই জাহাজটিও। স্থানীয় সময় অনুযায়ী সোমবার গভীর রাতে ওই দুর্ঘটনাটি ঘটেছিল। ভাইরাল হয়ে গিয়েছে সেতু ভেঙে পড়ার ভিডিও।

আমেরিকায় সেতু দুর্ঘটনা, নিখোঁজ ৬, ভারতীয় ক্রুদের 'হিরো' আখ্যা মেয়রের

তাতে দেখা যাচ্ছে কীভাবে জাহাজের ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে চোখের নিমেষে সেতুটি ভেঙে পড়ছে।এদিকে জাহাজে থাকা ২২ জন ক্রু সদস্যই ভারতীয়। তবে তাঁরা সকলেই সুরক্ষিত রয়েছেন। জানা গিয়েছে, ধাক্কা মারার ঠিক আগে জাহাজটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।

আমেরিকায় সেতু দুর্ঘটনা, নিখোঁজ ৬, ভারতীয় ক্রুদের 'হিরো' আখ্যা মেয়রের

সঙ্গে সঙ্গে তাঁরা প্রশাসনকে সতর্ক করে বার্তা পাঠিয়েছিলেন। তা না হলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারতো। এই তৎপরতার জন্য ভারতীয়দের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। জাহাজে নিয়ন্ত্রণ হারানোর বার্তা পাঠানোর জন্য সকলেক ধন্যবাদ জানিয়েছেন তিনি।

আমেরিকায় সেতু দুর্ঘটনা, নিখোঁজ ৬, ভারতীয় ক্রুদের 'হিরো' আখ্যা মেয়রের

পাশাপাশি তিনি বলেছেন, যত দ্রুত সম্ভব সেতুটি পুনর্নির্মাণের কাজ করা হবে। এদিকে সেতুতে ধাক্কা লাগার পর ভারতীয় নাবিকরা জলে নেমে উদ্ধারকার্যে হাত লাগান। সেই কারণে ভারতীয় ক্রুদের ‘হিরো’আখ্যা দিয়েছেন মেরিল্যান্ডের মেয়রও।

Most Popular