Friday, May 10, 2024
spot_img
Homeরাজ্যগরমের লাল সতর্কতা জারি, নেই ছিঁটেফোটা বৃষ্টির সম্ভাবনা

গরমের লাল সতর্কতা জারি, নেই ছিঁটেফোটা বৃষ্টির সম্ভাবনা

হাঁসফাঁস গরম থেকে আপাতত স্বস্তি নেই বাংলায়। উল্টে গরম আরও বৃদ্ধি পাবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী বুধবার পর্যন্ত দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূমে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। সেখানে জারি করা হয়েছে লাল সতর্কতা। দক্ষিণের বাকি জেলায় আগামী বুধবার পর্যন্ত তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

গরমের লাল সতর্কতা জারি, নেই ছিঁটেফোটা বৃষ্টির সম্ভাবনা

সেখানে জারি করা হয়েছে কমলা সতর্কতা। কোনও জেলাতেই ছিটেফোঁটা বৃষ্টিরও সম্ভাবনা নেই।স্বস্তি নেই উত্তরবঙ্গেও। দক্ষিণ দিনাজপুর এবং মালদহে আগামী বুধবার পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুরে মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহের পূর্বাভাস। তিন জেলাতেই জারি করা হয়েছে কমলা সতর্কতা।

গরমের লাল সতর্কতা জারি, নেই ছিঁটেফোটা বৃষ্টির সম্ভাবনা

দার্জিলিং, কালিম্পং ছাড়া বাকি জেলাতেও স্বস্তি নেই। সেখানেও আগামী বুধবার পর্যন্ত পড়বে তীব্র গরম। আর্দ্রতার কারণে অস্বস্তিও থাকবে। তবে রবিবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে ঝড়বৃষ্টি হতে পারে।আগামী মঙ্গল এবং বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত ভাবে।

গরমের লাল সতর্কতা জারি, নেই ছিঁটেফোটা বৃষ্টির সম্ভাবনা

জেলার কিছু অংশে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।তীব্র গরমে রাজ্যবাসীকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। প্রচুর পরিমাণে জল খাওয়ার পরামর্শ দিয়েছে। প্রয়োজন ছাড়া দুপুরে রাস্তায় বার হতেও বারণ করেছে আলিপুর হাওয়া অফিস।

Most Popular