Tuesday, May 21, 2024
spot_img
Homeজেলাবারুইপুরে মাদকদ্রব্য উদ্ধারে গিয়ে আক্রান্ত ১৩ পুলিশকর্মী

বারুইপুরে মাদকদ্রব্য উদ্ধারে গিয়ে আক্রান্ত ১৩ পুলিশকর্মী

প্রদীপকুমার সিংহ, বারুইপুর: মাদকদ্রব্য উদ্ধার করতে গিয়ে বেশ কয়েকজন পুলিশকর্মী আক্রান্ত হলেন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বৃন্দাখালি গ্রাম পঞ্চায়েতের মাছপুকুর অঞ্চলে। চারজন সাব-ইন্সপেক্টর, তিনজন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর সহ মোট ১৩ জন পুলিশকর্মী আহত হয়েছেন।

বারুইপুরে মাদকদ্রব্য উদ্ধারে গিয়ে আক্রান্ত ১৩ পুলিশকর্মী

বৃহস্পতিবার বিকেলে বারুইপুর থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে, বৃন্দাখালি গ্রাম পঞ্চায়েতের মাছপুকুর এলাকায় বাবু নামে এক ব্যক্তির বাড়িতে মাদক লুকানো আছে। খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ অভিযানে যায়। যখন পুলিশ বাবুর বাড়িতে গিয়ে অভিযান চালাচ্ছিল, তখনই তাদেরকে কয়েক হাজার গ্রামবাসী ঘিরে ফেলে।

বারুইপুরে মাদকদ্রব্য উদ্ধারে গিয়ে আক্রান্ত ১৩ পুলিশকর্মী

পুলিশকর্মীদের ঘরের মধ্যে আটকে রাখা হয়। তার আগে লাঠি, রড দিয়ে তাঁদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। পরে সন্ধ্যায় বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস ও আইসি সৌম্যজিৎ রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় এবং পুলিশকর্মীদের উদ্ধার করে। আহত পুলিশকর্মীদের উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

বারুইপুরে মাদকদ্রব্য উদ্ধারে গিয়ে আক্রান্ত ১৩ পুলিশকর্মী

সেখানেই তাঁদের চিকিৎসা করা হয়। পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে।বৃহস্পতিবারের ঘটনার পর শুক্রবার সকালেও এসডিপিও অতীশ বিশ্বাস ও বারুইপুরের থানার আধিকারিক সৌম্যজিৎ রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় যায়। এলাকা শুনশান ফাঁকা ছিল। দোকানপাট বন্ধ। বাবুসহ আশপাশের বেশ কয়েকটি বাড়িতে বাইরের গেটে তালা লাগানো ছিল।

বারুইপুরে মাদকদ্রব্য উদ্ধারে গিয়ে আক্রান্ত ১৩ পুলিশকর্মী

আশপাশের লোকজন ভয়ে মুখ খুলতে চাইছেন না। চলছে পুলিশের তল্লাশি। পুলিশের ভয়ে এলাকাছাড়া গ্রামের পুরুষেরা। পুলিশ বাড়ি বাড়ি গিয়ে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে।বারুইপুরে এসডিপিও অতীশ বিশ্বাস বলেন, পুলিশকে যারা মারধর করেছে, তাদের ধরপাকড় চলবে। আজকে না হলেও বেশ কিছুদিন মধ্যে তাদের ধরা হবে।

Most Popular

error: Content is protected !!