Monday, May 6, 2024
spot_img
Homeরাজ্যসন্দেহের সপক্ষেই 'কাকু'র কণ্ঠস্বর-রিপোর্ট, আদালতে জানাল ইডি

সন্দেহের সপক্ষেই ‘কাকু’র কণ্ঠস্বর-রিপোর্ট, আদালতে জানাল ইডি

দীর্ঘ টালবাহানার পর প্রাথমিকে নিয়োগ ‘দুর্নীতি’ মামলায় ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা হাতে পেয়েছে ইডি। সেই রিপোর্ট এবার আদালতে জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।প্রাথমিকে নিয়োগ ‘দুর্নীতি’ মামলার তদন্ত করছে ইডি। সেই মামলায় তদন্তের অগ্রগতির রিপোর্ট বুধবার আদালতে জমা দেওয়ার কথা ছিল।

সন্দেহের সপক্ষেই 'কাকু'র কণ্ঠস্বর-রিপোর্ট, আদালতে জানাল ইডি

ওই তদন্তের সূত্রেই ‘কাকু’র কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিংহ। সম্প্রতি ইডি সেই রিপোর্ট হাতে পেয়েছে। বুধবার আদালতে তা জমা দেওয়া হয়েছে। রিপোর্ট দিয়ে ইডি জানায়, তাঁরা ‘কাকু’র কণ্ঠস্বর নিয়ে যে সন্দেহ করছিল, তা মিলে গিয়েছে। সেই সন্দেহের সপক্ষেই রিপোর্ট এসেছে।

সন্দেহের সপক্ষেই 'কাকু'র কণ্ঠস্বর-রিপোর্ট, আদালতে জানাল ইডি

আদালতে ইডি যে রিপোর্ট জমা দিয়েছে, তা পাঁচ পাতার। তার মধ্যে তিন পাতা জুড়েই ‘কাকু’র কণ্ঠস্বরের তথ্য রয়েছে। বাকি দু’পাতায় ছিল এই মামলায় ইডির সার্বিক তদন্তের রিপোর্ট।আদালতে ইডি যে রিপোর্ট জমা দিয়েছে, তাতে শেষ দু’পাতায় সুজয়কৃষ্ণের সূত্রে এবং প্রাথমিক মামলায় সার্বিক ভাবে এখনও পর্যন্ত ইডি কী কী সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, তার হিসাব দেওয়া হয়েছে।

সন্দেহের সপক্ষেই 'কাকু'র কণ্ঠস্বর-রিপোর্ট, আদালতে জানাল ইডি

মোট ১৩৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার কথা জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা।ইডি আদালতে জানিয়েছে, আরও কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট দফতরের কাছ থেকে তার জন্য অনুমতি চাওয়া হয়েছে। প্রতি দিনই তদন্ত এগোচ্ছে। কিন্তু ইডির এই বক্তব্যেও পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ।

সন্দেহের সপক্ষেই 'কাকু'র কণ্ঠস্বর-রিপোর্ট, আদালতে জানাল ইডি

ইডি-র উদ্দেশে বিচারপতি বলেন, ‘‘২০১৪ সাল থেকে যে দুর্নীতি হচ্ছে, তাতে বাজেয়াপ্ত সম্পত্তির পরিমাণ এত কম কেন? দুর্নীতির টাকার অঙ্কের অনুপাতে এটা খুব নগণ্য বলে মনে হচ্ছে না?’’ ইডি জানায়, আরও কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চলছে।

সন্দেহের সপক্ষেই 'কাকু'র কণ্ঠস্বর-রিপোর্ট, আদালতে জানাল ইডি

সংশ্লিষ্ট দফতরের কাছ থেকে তার জন্য অনুমতি চাওয়া হয়েছে। প্রতি দিনই তদন্ত এগোচ্ছে।আগামী ১২ জুন এই মামলার পরবর্তী শুনানি। ফের রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহার বেঞ্চ।

Most Popular