Monday, May 6, 2024
spot_img
Homeরাজ্য‘‌বিজেপির ১০ বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ার অপেক্ষায়’‌, দাবি অভিষেকের

‘‌বিজেপির ১০ বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ার অপেক্ষায়’‌, দাবি অভিষেকের

বাংলা থেকে বিজেপি দলটাকেই তুলে দেওয়ার চ্যালেঞ্জ ছুঁড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের নির্বাচনী সভা থেকে অভিষেকের দাবি, “ওরা আমাদের দুই মন্ত্রী-মীরজাফর ও গদ্দারকে দলবদল করিয়েছিল। এর পরই ওদের দুজন মন্ত্রী বাবুল সুপ্রিয় ও অর্জুন সিং দল ছেড়ে তৃণমূলে যোগ দেন।”

‘‌বিজেপির ১০ বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ার অপেক্ষায়’‌, দাবি অভিষেকের

এর পরই তাঁর চ্যালেঞ্জ, “বিজেপির ১০ জন এমএলএ লাইনে বসে আছে। ঠিক টাইমে দরজা খুলব। আমি কথা দিয়ে যাচ্ছি, বাংলা থেকে বিজেপি দলটাকে তুলে দেব।” অভিষেকের অভিযোগ, ইডির ভয় দেখিয়ে তাপস রায়কে দলবদল করানো হয়েছে। তাঁর কথায়, “ওদের তো প্রার্থী নেই, তাই তৃণমূল থেকে ভাঙিয়ে নিয়ে গিয়ে প্রার্থী করছে।”

‘‌বিজেপির ১০ বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ার অপেক্ষায়’‌, দাবি অভিষেকের

তবে তাপস রায়ের দলবদলের পালটা বিজেপির দলও ভেঙেছে বলে দাবি করেন অভিষেক। বলেন, “আমিও সঙ্গে সঙ্গে ৪৮ ঘণ্টার মধ্যে ওদের একজন এমএলএ কে ভাঙিয়ে তৃণমূলে এনেছি। আর এখন বিজেপির আরও ১০ জন বিধায়ক তৃণমূল কংগ্রেসে আসতে চাইছেন। বিজেপির যত রাগ তো তাই আমার ওপর।

‘‌বিজেপির ১০ বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ার অপেক্ষায়’‌, দাবি অভিষেকের

বিচারব্যবস্থাকে কাজে লাগিয়ে ইডি, সিবিআইকে দিয়ে গত ৩–৪ বছর ধরে আমার মা, বাবা, স্ত্রী কাউকে ছাড়েনি। তবু মাথানত করিনি। আরে গলা টিপে দিলেও মাথানত করব না। দিল্লির কাছে বশ্যতা স্বীকার করব না। মাথানত করতে হলে মানুষের কাছে মাথানত করব।”

Most Popular