Monday, May 6, 2024
spot_img
Homeজেলাখাদ্য দপ্তরে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণা, গ্রেফতার ২

খাদ্য দপ্তরে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণা, গ্রেফতার ২

প্রদীপকুমার সিংহ, নরেন্দ্রপুর: শিক্ষা দপ্তরে প্রতারণার জন্য প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। এবার খাদ্য দপ্তরে চাকরি করে দেওয়ার প্রতারণায় গ্রেফতার হল দু’জন। খাদ্য দপ্তরে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণা অভিযোগ উঠেছে। বুধবার ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

খাদ্য দপ্তরে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণা, গ্রেফতার ২

সরকারি নথি জাল করে খাদ্য দপ্তরে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ধৃতদের নাম শম্ভুনাথ মিস্ত্রি ও সমীরণ হালদার। শম্ভুনাথের বাড়ি হারউড পয়েন্ট কোস্টাল থানা এলাকায় এবং সমীরণের বাড়ি কুলপিতে। দু’জনেই এই কাজের মাস্টারমাইন্ড বলে খবর।

খাদ্য দপ্তরে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণা, গ্রেফতার ২

তবে এই চক্রে আরও অনেকেই জড়িত আছে বলে মনে করছে পুলিশ। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে এই বিষয়ে তদন্ত করছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা এক মহিলাকে খাদ্য দপ্তরে চাকরি দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে ৮ লক্ষ টাকা নেওয়া হয়।

খাদ্য দপ্তরে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণা, গ্রেফতার ২

সরকারি নথি জাল করে ওই মহিলাকে ভুয়ো নিয়োগপত্র এবং জাল অর্ডার কপি দেওয়া হয়। বিষয়টি বুঝতে পেরে তিনি নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

Most Popular