Thursday, May 9, 2024
spot_img
Homeজেলাচুনাখালি হাটখোলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে পালিত হল বর্ষবরণ উৎসব

চুনাখালি হাটখোলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে পালিত হল বর্ষবরণ উৎসব

বান্টি মুখার্জি, ক্যানিং: মিড ডে মিল নিয়ে অনেক অভিযোগ, অনেক দুর্নীতির খবর হয়েছে। সোমবার বাসন্তীর চুনাখালি হাটখোলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মিড ডে মিলে ছিল বড় ধরনের চমক। পড়ুয়াদের পাতে পড়েছে সাদা ভাত, লেবু, শশা, মুগডাল, সোয়াবিনের পকোড়া, এঁচোড় চিংড়ি, ডিমের কারি, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি ও ফল।

চুনাখালি হাটখোলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে পালিত হল বর্ষবরণ উৎসব

রবিবার ছিল পয়লা বৈশাখ, বাংলা নববর্ষ, ছুটির দিন। ফলে বাংলা বছরের প্রথম দিনে স্কুল বন্ধ ছিল। সোমবার যথারীতি স্কুলে ফিরেছে কচিকাঁচার দল। এদিন মিড ডে মিলের মেনুতে বৈচিত্র্য আনতে রাজ্য স্কুল শিক্ষা দফতরের পক্ষে থেকে নির্দেশ জারি করা হয়েছিল। এই মর্মে সব ডিআইদের কাছে প্রয়োজনীয় নির্দেশ চলে গিয়েছেল আগেই। স্কুলের প্রধান শিক্ষকদের মিড ডে মিলের মেনুকে আকর্ষণীয় করে তুলতে বলা হয়েছিল।

চুনাখালি হাটখোলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে পালিত হল বর্ষবরণ উৎসব

এবার পয়লা বৈশাখকে ‘রাজ্য দিবস’ হিসেবে পালন করেছে রাজ্য সরকার। আর তার পরদিনই কচিকাঁচাদের চমক দিতে স্কুল শিক্ষা দফতর আয়োজন করে বিশেষ কিছু খাওয়ানোর। এদিন প্রত্যন্ত বাসন্তী ব্লকের চুনাখালি হাটখোলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে পালিত হয় বর্ষবরণ উৎসব।

চুনাখালি হাটখোলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে পালিত হল বর্ষবরণ উৎসব

এদিন সকাল সাড়ে দশটা নাগাদ পড়ুয়ারা বর্ণাঢ্য পদযাত্রায় শামিল হয়। পরে নিয়ম অনুযায়ী শ্রেণিকক্ষে পড়াশোনা হয়। দুপুরে মিড ডে মিলের আগেই অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে কচিকাঁচারা ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা সমবেত হয়ে নববর্ষকে বরণ করেন।

চুনাখালি হাটখোলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে পালিত হল বর্ষবরণ উৎসব

পরে খাবারের আয়োজন হয়। স্কুল ছুটির পর কচিকাঁচাদের হাতে তুলে দেওয়া হয় শশা, তরমুজ, আঙুর, আপেল সহ বিভিন্ন ফল।স্কুলের প্রধান শিক্ষক নিমাই মালি বলেন, বর্ষবরণ উৎসব ছিল। কচিকাঁচাদের পাতে এদিন ভালোমন্দ খাবার তুলে দিতে পেরে আমরা আনন্দিত।

Most Popular