Monday, May 20, 2024
spot_img
Homeরাজ্যরাষ্ট্রপতি ভবনে গিয়েছিল ‘নকল’ নির্যাতিতারা? প্রকাশ্যে সন্দেশখালির নয়া ভিডিয়ো, কমিশনে তৃণমূলে

রাষ্ট্রপতি ভবনে গিয়েছিল ‘নকল’ নির্যাতিতারা? প্রকাশ্যে সন্দেশখালির নয়া ভিডিয়ো, কমিশনে তৃণমূলে

সন্দেশখালি নিয়ে ক্রমশ বাড়ছে রাজনৈতিক উত্তাপ। একের পর এক ভাইরাল ভিডিও সূত্রে উঠে আসা অভিযোগ ক্রমশ দানা বাঁধছে ভোটের আবহেই। এই আবহে সন্দেশখালি নিয়ে আরও একটি ভিডিয়ো প্রকাশ্যে এল। নতুন এই ভিডিয়োয় রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করা নির্যাতিতাদের পরিচয় নিয়েই প্রশ্ন তুলেছেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র।

রাষ্ট্রপতি ভবনে গিয়েছিল ‘নকল’ নির্যাতিতারা? প্রকাশ্যে সন্দেশখালির নয়া ভিডিয়ো, কমিশনে তৃণমূলে

তাঁর পাশে দাঁড়িয়ে একই প্রশ্ন তুলেছেন সন্দেশখালির আর এক আন্দোলনকারিণী মাম্পি দাসও। ভিডিয়োর শুরুতেই রেখার পাশে দাঁড়ানো মাম্পিকে বলতে শোনা যাচ্ছে, “রাষ্ট্রপতি ম্যাডামের কাছে সন্দেশখালির কিছু নির্যাতিতাকে নিয়ে যাওয়া হয়েছে। তা হলে আমরা কারা?” পাশে দাঁড়ানো আর এক মহিলার সংযোজন, “আমরা তো সন্দেশখালির আন্দোলনকারী বা নির্যাতিতা।

রাষ্ট্রপতি ভবনে গিয়েছিল ‘নকল’ নির্যাতিতারা? প্রকাশ্যে সন্দেশখালির নয়া ভিডিয়ো, কমিশনে তৃণমূলে

আমরা সবাই তো গিয়েছিলাম প্রধানমন্ত্রী বা পিএম স্যরের সঙ্গে দেখা করতে। তা হলে আমাদেরকে ছাড়া রাষ্ট্রপতি ম্যাডামের কাছে কারা গেল? আমরা তা হলে কারা?”এই ভিডিয়োতেই বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী তথা সন্দেশখালি আন্দোলনের অন্যতম ‘মুখ’ রেখা বলছেন, “আমরা নির্যাতিতা মেয়েরা সন্দেশখালিতেই পড়ে রয়েছি।

রাষ্ট্রপতি ভবনে গিয়েছিল ‘নকল’ নির্যাতিতারা? প্রকাশ্যে সন্দেশখালির নয়া ভিডিয়ো, কমিশনে তৃণমূলে

তা হলে আমাদের মুখ হয়ে কারা গিয়েছে (রাষ্ট্রপতি ভবনে), এটা তো জানার প্রয়োজন রয়েছে। আর ওখানে যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে গিয়েছে, আমাদের কিছু জানিয়েছে? আমরা তো নির্যাতিতা, আমরাই আন্দোলনের মেন (প্রধান) মুখ।” যদিও এই ভিডিয়োটিরও সত্যতা যাচাই করেনি বিশ্ব সমাচার।

রাষ্ট্রপতি ভবনে গিয়েছিল ‘নকল’ নির্যাতিতারা? প্রকাশ্যে সন্দেশখালির নয়া ভিডিয়ো, কমিশনে তৃণমূলে

তবে কাদের ‘নির্যাতিতা’ সাজিয়ে রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হয়েছিল, তা নিয়ে কেবল সংশয়ই নয়, ষড়যন্ত্রের সম্ভাবনাও উস্কে দিয়েছেন রেখারা। দাবি করেছেন যে, ‘নকল’ নির্যাতিতাদের দিল্লি নিয়ে যাওয়ার নেপথ্যে বিজেপি নেতা অনুপ দাসের হাত রয়েছে।

রাষ্ট্রপতি ভবনে গিয়েছিল ‘নকল’ নির্যাতিতারা? প্রকাশ্যে সন্দেশখালির নয়া ভিডিয়ো, কমিশনে তৃণমূলে

এই অনুপ আবার শাহজাহান শেখের ‘ঘনিষ্ঠ’, অধুনা জেলবন্দি শিবপ্রসাদ হাজরা ওরফে শিবুর কাছ থেকে ১০ হাজার টাকা করে মাসোহারা নিতেন বলে ভিডিয়োয় অভিযোগ করেছেন মাম্পি। রাষ্ট্রপতি ভবনে যাওয়া এক অভিযোগকারিণী ‘তৃণমূলের লোক’ কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন রেখা-মাম্পিরা।নতুন এই ভাইরাল ভিডিয়ো নিয়ে মুখ খুলেছে বিজেপি।

রাষ্ট্রপতি ভবনে গিয়েছিল ‘নকল’ নির্যাতিতারা? প্রকাশ্যে সন্দেশখালির নয়া ভিডিয়ো, কমিশনে তৃণমূলে

রাজ্য বিজেপির মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, “যে অনুপ দাসের কথা বলা হচ্ছে, তাঁকে আমি চিনি। উনি দীর্ঘ দিনের বিজেপি কর্মী।” সন্দেশখালির আন্দোলনে কোনও রাজনৈতিক দল ছিল না বলে দাবি করে শমীকের সংযোজন, “যাঁরা (ভিডিয়োয়) এই বক্তব্য রাখলেন, তাঁরা এই আন্দোলনের মধ্যে নতুন এসেছেন। রেখা পাত্রও নতুন এসেছেন।

রাষ্ট্রপতি ভবনে গিয়েছিল ‘নকল’ নির্যাতিতারা? প্রকাশ্যে সন্দেশখালির নয়া ভিডিয়ো, কমিশনে তৃণমূলে

ছোট ছোট দ্বীপে মহিলারা স্বতঃস্ফূর্ত আন্দোলন করেছিলেন। এর মধ্যে কোনও বিজেপি, তৃণমূল, সিপিএম ছিল না। ভবিষ্যতেও এই আন্দোলন হবে।” অন্যদিকে, নতুন ভাইরাল ভিডিয়ো নিয়ে সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো বলেন, “পুরোটাই নাটক ছিল। কখনও রেখা পাত্র, কখনও অন্য মহিলাদের নিয়ে গিয়ে বলানো হয়েছে আমরা নির্যাতিতা।

রাষ্ট্রপতি ভবনে গিয়েছিল ‘নকল’ নির্যাতিতারা? প্রকাশ্যে সন্দেশখালির নয়া ভিডিয়ো, কমিশনে তৃণমূলে

বিজেপি এই ষড়যন্ত্রটা করে সন্দেশখালির মহিলাদের অপমান করেছে।বিজেপির মতো রাজনৈতিক দল গভীর ষড়যন্ত্র নোংরা রাজনীতি করেছে। এই নোংরা খেলায় মেতেছে এর প্রতিবাদ হওয়া উচিত।” সিপিএম অবশ্য বিজেপি এবং তৃণমূলকে দু’পক্ষই একই বন্ধনীতে রেখে আক্রমণ শানিয়েছে।

রাষ্ট্রপতি ভবনে গিয়েছিল ‘নকল’ নির্যাতিতারা? প্রকাশ্যে সন্দেশখালির নয়া ভিডিয়ো, কমিশনে তৃণমূলে

সন্দেশখালির প্রাক্তন বাম বিধায়ক তথা এ বারে বসিরহাটের প্রার্থী নিরাপদ সর্দার বলেন, “আন্দোলন বাস্তবসম্মত ছিল। ওখানে জমি লুট হয়েছে, ১০০ দিনের কাজের টাকা লুট হয়েছে। মা-বোনেরা এর প্রতিবাদ করলে তাঁদের উপরে অত্যাচার হয়েছে। তাই তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন গড়ে উঠেছিল। তৃণমূল আর বিজেপি মিলে এই আন্দোলনটাকে ভাঙল।”

রাষ্ট্রপতি ভবনে গিয়েছিল ‘নকল’ নির্যাতিতারা? প্রকাশ্যে সন্দেশখালির নয়া ভিডিয়ো, কমিশনে তৃণমূলে

সন্দেশখালির স্টিং অপারেশনের ভিডিয়ো প্রকাশ্যে আসার পর থেকেই চাপে বঙ্গ–বিজেপি। যদিও এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরও বিজেপি নেতারা দাবি করে যাচ্ছেন এটা ভুয়ো। খোদ বিরোধী দলনেতা দাবি করেন এই ভিডিয়ো শুধু ফেক নয়, ডিপফেক। কিন্তু বৃহস্পতিবার নির্বাচন কমিশনে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নালিশ জানিয়েছে তৃণমূল কংগ্রেস।

রাষ্ট্রপতি ভবনে গিয়েছিল ‘নকল’ নির্যাতিতারা? প্রকাশ্যে সন্দেশখালির নয়া ভিডিয়ো, কমিশনে তৃণমূলে

শুভেন্দু–সহ আরও কজন বিজেপি নেতার বিরুদ্ধে নালিশ করা হয়েছে, মিথ্যে ধর্ষণের অভিযোগ করার জন্য। সন্দেশখালির বিজেপি নেতাদের সেই ভিডিয়ো তুলে ধরা হয়েছে।

Most Popular

error: Content is protected !!