Sunday, April 28, 2024
spot_img
Homeদেশবিহারে চূড়ান্ত ইন্ডিয়ার আসনরফা

বিহারে চূড়ান্ত ইন্ডিয়ার আসনরফা

বিহারে আসন ভাগাভাগি চূড়ান্ত করল বিরোধী জোট।শুক্রবার জোটের তরফে ঘোষণা করা হয়, বিহারে আসন ভাগাভাগি পাকা হয়ে গিয়েছে। সবথেকে বেশি আসনে লড়বে লালু প্রসাদ যাদবের আরজেডি। তারপরে রয়েছে কংগ্রেস। সিপিআই, সিপিআই(এম) ও সিপিআই(এমএল)-কেও আসন দেওয়া হয়েছে।

বিহারে চূড়ান্ত ইন্ডিয়ার আসনরফা

এ দিন বিরোধী জোটের তরফে জানানো হয়, আসন্ন লোকসভা নির্বাচনে আরজেডি-কেই সবথেকে বেশি আসন দেওয়া হয়েছে। ৪০ আসনের বিহার লোকসভায় তারা ২৬টি আসনে লড়বে। কংগ্রেস লড়বে ৯টি আসনে। সিপিআই(এমএল)-কে ৩টি আসন দেওয়া হয়েছে। এছাড়া সিপিআই ও সিপিআই(এম)-কে একটি করে আসন ছাড়া হয়েছে।

বিহারে চূড়ান্ত ইন্ডিয়ার আসনরফা

জানা গিয়েছে, এবারের লোকসভা নির্বাচনে বিহারের পূর্ণিয়া আসন ছেড়ে দিতে হচ্ছে কংগ্রেসকে। বরাবর এই আসন থেকে লড়লেও, এবার পূর্ণিয়া থেকে লড়বে আরজেডি-র প্রার্থী। আরজেডির জাতীয় মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ মনোজ ঝা জানান, শীঘ্রই প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

বিহারে চূড়ান্ত ইন্ডিয়ার আসনরফা

এদিকে, আসন ভাগাভাগির ঘোষণার আগেই সিপিআই ও সিপিআই(এম) বেগুসরাই ও খাগারিয়া আসনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে।

Most Popular