Friday, May 10, 2024
spot_img
Homeরাজ্যসিবিআই, এনএসজির যৌথ তল্লাশি নিয়ে কমিশনে তৃণমূল

সিবিআই, এনএসজির যৌথ তল্লাশি নিয়ে কমিশনে তৃণমূল

শুক্রবার দ্বিতীয় দফার ভোটের দিনই সন্দেশখালির শাহজাহানের গড়ে মিলেছে অস্ত্রভাণ্ডারের হদিশ। সিবিআই, এনএসজির এভাবে যৌথ তল্লাশি অভিযান নিয়ে এবার নির্বাচন কমিশনে চিঠি দিল তৃণমূল।এমনটাই সূত্রের খবর। তৃণমূল চিঠিতে উল্লেখ করেছে, শুক্রবার রাজ্যের তিন লোকসভা কেন্দ্রে নির্বাচন ছিল।

সিবিআই, এনএসজির যৌথ তল্লাশি নিয়ে কমিশনে তৃণমূল

ওইদিন সন্দেশখালির একটি ফাঁকা জায়গায় তল্লাশি চালায়। সংবাদমাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী, সিবিআই ঘটনাস্থলে এনএসজির বম্ব স্কোয়াডকেও ডেকে পাঠায়। বেশ কিছু পরিমাণ অস্ত্রশস্ত্রও নাকি বাজেয়াপ্ত করা হয়েছে। আইনশৃঙ্খলার দায়িত্ব রাজ্য প্রশাসনের।

সিবিআই, এনএসজির যৌথ তল্লাশি নিয়ে কমিশনে তৃণমূল

কোনও নোটিস না দিয়েই সন্দেশখালি সিবিআই ও এনএসজি যৌথ তল্লাশি চালিয়েছে। গুজব ছড়াতে মিডিয়াকে হাতিয়ার করছে সিবিআই। ইচ্ছাকৃতভাবে আগে থেকেই সংবাদমাধ্যমকে জানিয়ে রাখা হয়েছিল। দেশজুড়ে ভাবমূর্তি কালিমালিপ্ত করার প্রয়াস বলেই অভিযোগ তৃণমূলের।

সিবিআই, এনএসজির যৌথ তল্লাশি নিয়ে কমিশনে তৃণমূল

যে জায়গাটি থেকে অস্ত্রশস্ত্র ও বোমা উদ্ধার হয়েছে, তা তৃণমূল সমর্থকের বলে মিথ্যা খবর প্রচার করা হয়। সিবিআইকে নিয়ন্ত্রণ করছে বিজেপি। যা ঘটছে তা গেরুয়া শিবিরের মদতে হচ্ছে বলেই দাবি শাসক শিবিরের।

Most Popular