Saturday, May 4, 2024
spot_img
Homeরাজ্যভোটে সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার করা যাবে না, কড়া কমিশন

ভোটে সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার করা যাবে না, কড়া কমিশন

লোকসভা নির্বাচনের আগে রাজ্যে এসেছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।সোমবার রাজ্যের পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকের সময় হঠাৎ কমিশনের ধমক খেতে হল কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলকে।জানা গিয়েছে, এদিনের বৈঠকে জাতীয় নির্বাচন কমিশন কলকাতার নগরপালের কাছে প্রশ্ন করেছিল, সিভিক ভলান্টিয়ার ও গ্রিন পুলিশ কী?

ভোটে সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার করা যাবে না, কড়া কমিশন

সেই প্রশ্ন শুনে কলকাতার সিপি বিনীত গোয়েল বলেন, ‘একই টাইপের’। আর এ কথা শুনেই বেজায় বিরক্ত হয় কমিশন। সিপির উদ্দেশে কমিশন বলে, ‘জেনে কথা বলুন। পার্থক্য বুঝুন। তারপরে বলুন।’ এদিন কমিশনের ফুল বেঞ্চের বৈঠকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কোনও ভাবেই সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার করা যাবে না।

ভোটে সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার করা যাবে না, কড়া কমিশন

অতীতে বাংলায় ভোট ঘিরে যে অশান্তির অভিযোগ উঠে এসেছে, সে প্রসঙ্গও এদিন স্মরণ করিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। কড়াভাবে বলে দেওয়া হয়েছে, একটাও বোমাবাজির ঘটনা যেন না শুনতে হয়। কমিশন আরও জানিয়ে দিয়েছে, জামিন অযোগ্য ধারা প্রথম দফার আগে কার্যকর করতে হবে।

ভোটে সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার করা যাবে না, কড়া কমিশন

তার আগেই কমিশনের কাছে এই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে।জেলা শাসক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনারের উদ্দেশে এদিন কমিশনের বার্তা, ‘যা বলার আছে বলুন। সমস্যা বলুন। এখনের রিপোর্ট আর পরবর্তী রিপোর্ট যেন একই থাকে, আলাদা হলে মুশকিল। আমরা কিন্তু বেশি সময় দেব না।’

Most Popular