Sunday, May 5, 2024
spot_img
Homeজেলাসিসিটিভি ফুটেজ দেখে কয়েক ঘণ্টার মধ্যে চুরি যাওয়া মাল উদ্ধার, দুষ্কৃতী...

সিসিটিভি ফুটেজ দেখে কয়েক ঘণ্টার মধ্যে চুরি যাওয়া মাল উদ্ধার, দুষ্কৃতী গ্রেপ্তার সোনারপুরে

প্রদীপকুমার সিংহ, সোনারপুর: ইংরেজি বছরের প্রথম দিন অর্থাৎ পয়লা জানুয়ারি বাড়ির সবাই পিকনিক করতে যাওয়ায় ফাঁকা বাড়িতে দিনদুপুরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল সোনারপুর থানার কামরাবাদ এলাকায়৷ পরিবারের সদস্যা হেমা দত্ত বলেন, সোমবার সকালে আমরা একটি বাগানবাড়িতে পিকনিক করতে গিয়েছিলাম।

সিসিটিভি ফুটেজ দেখে কয়েক ঘণ্টার মধ্যে চুরি যাওয়া মাল উদ্ধার, দুষ্কৃতী গ্রেপ্তার সোনারপুরে

সন্ধ্যায় বাড়ি ফিরে দেখি সদর দরজা তালাবন্ধ। ঘরের লাইট জ্বলছে। তালা খুলে ভেতরে ঢুকি দেখি, দু’টো ঘরের জামাকাপড় লন্ডভন্ড হয়ে পড়ে আছে। আলমারি খোলা। আলমারি ভিতরে পাঁচ ভরি সোনার গহনা ও নগদ টাকা নিয়ে চোর চম্পট দেয়৷ এই ঘটনায় সোমবার রাতে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করে ওই পরিবার৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

সিসিটিভি ফুটেজ দেখে কয়েক ঘণ্টার মধ্যে চুরি যাওয়া মাল উদ্ধার, দুষ্কৃতী গ্রেপ্তার সোনারপুরে

খতিয়ে দেখা হয় এলাকার সিসিটিভি ফুটেজ৷ কামরাবাদ রবীন্দ্র সরণির বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক অসিতবরণ মণ্ডলের এই বাড়িতে তাঁর স্ত্রী, পুত্র, পুত্রবধূ, নাতি, নাতনি থাকে৷ সকলে মিলেই ১ জানুয়ারি সোনারপুর এলাকাতেই পিকনিকে গিয়েছিলেন৷ সকাল ১০টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে ছিলেন তাঁরা৷

সিসিটিভি ফুটেজ দেখে কয়েক ঘণ্টার মধ্যে চুরি যাওয়া মাল উদ্ধার, দুষ্কৃতী গ্রেপ্তার সোনারপুরে

সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ বাড়ি ফিরে সদর দরজা খুলে বাড়ির ভিতরে ঢুকে দেখেন ঘরের মধ্যে লাইট জ্বলছে৷ তখনই তাঁদের সন্দেহ হয়৷ সদর দরজা খুলতেই দেখেন ঘরের দরজা ভাঙা৷ ঘরের পিছনের দরজার প্যানেল ভেঙে বাড়িতে চোর ঢোকে৷ দু’টি ঘরে ঢুকে আলমারি সহ সমস্ত কিছু লন্ডভন্ড করা৷ আলমারির মধ্যে রাখা সোনার গহনা নিয়ে চম্পট দেয় চোর৷

সিসিটিভি ফুটেজ দেখে কয়েক ঘণ্টার মধ্যে চুরি যাওয়া মাল উদ্ধার, দুষ্কৃতী গ্রেপ্তার সোনারপুরে

এলাকার বাসিন্দারা জানান, দুপুরে এক অপিরিচিত ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করতে দেখেন তাঁরা। বাড়ির মালিক অসিতবরণ মণ্ডল সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন সোমবার রাতে। অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সমস্ত চুরির সামগ্রী এবং অভিযুক্ত চোরকে গ্রেপ্তার করল সোনারপুর থানার পুলিশ।

সিসিটিভি ফুটেজ দেখে কয়েক ঘণ্টার মধ্যে চুরি যাওয়া মাল উদ্ধার, দুষ্কৃতী গ্রেপ্তার সোনারপুরে

ধৃতের নাম তুফান গাজি। অভিযুক্তের বাড়ি জীবনতলা থানার অন্তর্গত ঘুটিয়ারি শরিফ মাখালতলা এলাকায়। ঘটনার তদন্তে নেমে সোনারপুর থানার পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করে এবং তাকে গ্রেপ্তার করে। পুলিশের এই তৎপরতায় খুশি এলাকাবাসী।

Most Popular