Sunday, May 5, 2024
spot_img
Homeখেলাসেঞ্চুরিয়নে প্রথম দিনেই চাপে ভারত, দলকে একাই টানছেন রাহুল

সেঞ্চুরিয়নে প্রথম দিনেই চাপে ভারত, দলকে একাই টানছেন রাহুল

সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনই চাপে ভারত।৮ উইকেট পড়ে গিয়েছে ভারতের। তার মধ্যে পাঁচটি উইকেটই নিয়েছেন কাগিসো রাবাডা। মধ্যাহ্নভোজের বিরতির আগে বিরাট কোহলি যে কাজটা করছিলেন সেটাই এখন করছেন লোকেশ রাহুল। একাই দলের ইনিংসকে টানছেন।

সেঞ্চুরিয়নে প্রথম দিনেই চাপে ভারত, দলকে একাই টানছেন রাহুল

মঙ্গলবার টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল শুরু থেকে সমস্যায় পড়ছিলেন।রাবাডার বলে পুল মারার লোভ সামলাতে না পেরে ৫ রানের মাথায় আউট হন রোহিত।যশস্বী কয়েকটি ভাল শট খেললেও খুব বেশি সাবলীল দেখাচ্ছিল না তাঁকে।

সেঞ্চুরিয়নে প্রথম দিনেই চাপে ভারত, দলকে একাই টানছেন রাহুল

১৭ রানের মাথায় বার্গারের বলে খোঁচা মেরে আউট হন যশস্বী। শুভমন গিলও বেশি ক্ষণ থাকেননি। ২ রান করেন শুভমন তিনি। প্রথমে শ্রেয়স ও তার পরে বিরাটকে আউট করে ভারতকে বড় ধাক্কা দেন রাবাডা। শ্রেয়স করেন ৩১ রান। বিরাটের ব্যাট থেকে আসে ৩৮ রান। ৮ রান করে ফেরেন রবিচন্দ্রন অশ্বিনও।

সেঞ্চুরিয়নে প্রথম দিনেই চাপে ভারত, দলকে একাই টানছেন রাহুল

৬ উইকেট পড়ার পরে ভারতের ইনিংসকে সামলানোর দায়িত্ব পড়ে রাহুল ও শার্দূল ঠাকুরের উপর।শার্দূল ২৪ রান করে রাবাডার পঞ্চম শিকার হন।বুমরা ১ রান করেন।ম্যাক্রো জেনসেনের বলে তিনি আউট হন।ভারতের রান ৮ উইকেটে ২০৮। রাহুল ৭০ রানে ব্যাট করছেন। অপর প্রান্তে রয়েছেন সিরাজ। এখন দেখার দলের রানকে কোথায় নিয়ে যেতে পারেন তারা।

Most Popular