Wednesday, May 8, 2024
spot_img
Homeদেশসুপ্রিম কোর্টে খারিজ পাকিস্তানি শিল্পীদের ভারতে নিষিদ্ধ করার আর্জি

সুপ্রিম কোর্টে খারিজ পাকিস্তানি শিল্পীদের ভারতে নিষিদ্ধ করার আর্জি

ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজ অথবা অনুষ্ঠান করার উপরে নিষেধাজ্ঞা জারি করার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট৷২০১৬ সালে উরি হামলার পর থেকেই পাক শিল্পীদের উপর নিষেধাজ্ঞা জারি করে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। পাকিস্তানি শিল্পীদের উপর পাকাপাকি নিষেধাজ্ঞা চেয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন সিনেকর্মী ফাজিজ আনওয়ার কুরেশি।

সুপ্রিম কোর্টে খারিজ পাকিস্তানি শিল্পীদের ভারতে নিষিদ্ধ করার আর্জি

তাঁর আবেদন, পাকিস্তানি শিল্পীদের ভিসা বন্ধ করুক তথ্য ও সম্প্রচার মন্ত্রক, বিদেশ মন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রক। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় বম্বে হাইকোর্ট। বম্বে হাইকোর্ট নির্দেশ দিতে গিয়ে জানিয়েছিল, এই আবেদন সাংস্কৃতিক মেলবন্ধন, শান্তি এবং একতার পরিপন্থী৷ এই যুক্তি দেখিয়েই ওই আবেদন খারিজ করে দিয়েছিল বম্বে হাইকোর্ট৷

সুপ্রিম কোর্টে খারিজ পাকিস্তানি শিল্পীদের ভারতে নিষিদ্ধ করার আর্জি

বম্বে হাই কোর্টে ধাক্কা খাওয়ার পরে সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করেন ফাজিজ।কিন্তু এই আবেদন নিয়ে আলোচনাই করতে চায়নি সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জীব খান্না ও এস ভি এন ভাট্টির বেঞ্চ জানিয়েছেন, এই সংক্রান্ত মামলায় বম্বে হাইকোর্টের দেওয়া নির্দেশের উপর কোনও হস্তক্ষেপ করতে চাইছেন না তাঁরা৷

সুপ্রিম কোর্টে খারিজ পাকিস্তানি শিল্পীদের ভারতে নিষিদ্ধ করার আর্জি

আবেদনকারীর উদ্দেশ্যে এ দিন দুই বিচারপতি পরামর্শ দিয়ে বলেন, বিষয়টি নিয়ে আপনি অহেতুক জোর করবেন না৷ এত সংকীর্ণ মানসিকতার হওয়া উচিত নয়৷ পাশাপাশি বম্বে হাইকোর্টের দেওয়া লিখিত নির্দেশে কিছু অংশ বাদ দেওয়ার আবেদনও খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত৷

Most Popular