Sunday, May 19, 2024
spot_img
Homeদেশপুঞ্চ হামলায় পাক জঙ্গিদের সন্ধান দিলে মিলবে ২০ লক্ষ টাকা

পুঞ্চ হামলায় পাক জঙ্গিদের সন্ধান দিলে মিলবে ২০ লক্ষ টাকা

ভারতে ঢুকে বায়ুসেনার কনভয়ে হামলা চালিয়েছিল ২ পাক জঙ্গি।হামলার পর থেকেই হামলাকারী জঙ্গিদের খোঁজ চলছে।কিন্তু, এখনও জঙ্গিদের খোঁজ মেলেনি।ওই দুই পাক জঙ্গিকে ধরতে সাধারণ মানুষের সাহায্য চাইল নিরাপত্তা বাহিনী।সোমবার জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা বাহিনী, ওই দুই সন্ত্রসবাদীর স্কেচ প্রকাশ করল।

পুঞ্চ হামলায় পাক জঙ্গিদের সন্ধান দিলে মিলবে ২০ লক্ষ টাকা

তাদের ধরিয়ে দিলে বা তাদের সম্পর্কে তথ্য দিতে পারলে ২০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করেছে নিরাপত্তা বাহিনী।গত শনিবার পুঞ্চের সুরানকোট এলাকায় বায়ুসেনার কনভয়ে অতর্কিতে হামলা চালিয়েছিল জঙ্গিরা।সেই হামলায় শহিদ হন ১ বায়ুসেনা জওয়ান। আহত হন আরও ৪ জন।

পুঞ্চ হামলায় পাক জঙ্গিদের সন্ধান দিলে মিলবে ২০ লক্ষ টাকা

এরপর পালটা জঙ্গিদের উপর গুলি চালায় সেনা। বেশ কিছুক্ষণ গুলির লড়াইয়ের পর আশপাশের এলাকায় গা ঢাকা দেয় জঙ্গিরা। তড়িঘড়ি হেলিকপ্টারে করে আহতদের নিয়ে যাওয়া হয় উধমপুর সেনা হাসপাতালে। এই হামলায় শহিদ সেনা জওয়ানের নাম ভিকি পাহাড়ে।সেই হামলার ঘটনাতেই জঙ্গিদের নিকেশ করতে গোটা এলাকায় চিরুনি তল্লাশি শুরু করেছে সেনা বাহিনী।

পুঞ্চ হামলায় পাক জঙ্গিদের সন্ধান দিলে মিলবে ২০ লক্ষ টাকা

সেনার বুলেটপ্রুফ গাড়ি নামানো হয়েছে ওই এলাকায়। পাশাপাশি ডগ স্কোয়াডকেও ব্যবহার করা হচ্ছে জঙ্গিদের খোঁজে। যদিও এখনও পর্যন্ত জঙ্গিদের কোনও সন্ধান পাওয়া যায়নি। যদিও তদন্তে জানা গিয়েছে, হামলাকারী জঙ্গিরা পাকিস্তান থেকে ভারতে ঢুকে এই হামলা চালায়।

পুঞ্চ হামলায় পাক জঙ্গিদের সন্ধান দিলে মিলবে ২০ লক্ষ টাকা

আটঘাট বেঁধে এলাকায় তল্লাশি অভিযানের পাশাপাশি সন্দেহভাজন ২ জঙ্গির স্কেচ প্রকাশ করে সেনার তরফে জানানো হয়েছে, কেউ যদি ওই জঙ্গিদের খোঁজ দিতে পারে সেক্ষেত্রে নাম পরিচয় গোপন করে ২০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।

Most Popular

error: Content is protected !!