Tuesday, April 30, 2024
spot_img
Homeজেলানামখানার খেয়া ঘাটে জমে গিয়েছে পলি, সমস্যায় এলাকাবাসী

নামখানার খেয়া ঘাটে জমে গিয়েছে পলি, সমস্যায় এলাকাবাসী

রবীন্দ্রনাথ মন্ডল, নামখানা : নদীতে জমছে পলি।আর সেই কারনে খেয়া ঘাটও সম্পূর্ণ ভাবে পলিতে ঢেকে গিয়েছে। প্রতিনিয়ত কাদা মাড়িয়ে এসে ধরতে হচ্ছে ফেরি নৌকা। চরম সমস্যায় পড়েছেন গোটা গ্রামের মানুষ। রাত হলেই বাড়ে দুর্ভোগ। অভিযোগ বারে বারে প্রশাসনকে জানিয়েও কোন কাজ হয়নি।

নামখানার খেয়া ঘাটে জমে গিয়েছে পলি, সমস্যায় এলাকাবাসী

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের অন্তর্গত হরিপুর গ্রাম পঞ্চায়েতের চন্দন পিড়ি খেয়াঘাটের এখন এইরূপ বেহাল পরিস্থিতি হয়ে রয়েছে। দীর্ঘ দিন পলি না কাটায়, পলিতেই ঢেকে গিয়েছে গোটা ঘাট চত্বর। যার ফলে প্রতিদিন এক হাঁটু কাদা মাড়িয়ে নদী পারাপার করতে হয়ে নিত্য যাত্রী থেকে স্কুল পড়ুয়াদের।

নামখানার খেয়া ঘাটে জমে গিয়েছে পলি, সমস্যায় এলাকাবাসী

হরিপুর গ্রাম পঞ্চায়েতের দুটি গ্রাম হল চন্দনপিড়ি ও অপরদিকে হরিপুর গ্রাম। আর তার মাঝখান দিয়ে বেয়ে গিয়েছে সুন্দরিকা দোয়ানিয়া নদী। প্রতিনিয়ত নদীতে পলি পড়ে যাওয়ার জন্য চন্দনপিড়ির দিকে খেয়া ঘাটটি ঢেকে গিয়েছে । প্রতিদিন প্রায় হাজারের বেশী মানুষের যাতায়াত এই পথ দিয়ে।

নামখানার খেয়া ঘাটে জমে গিয়েছে পলি, সমস্যায় এলাকাবাসী

গ্রাম বাসীদের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই ফেরি সার্ভিস দিয়ে চলাচল করতে বিভিন্ন সময় ঘটছে দুর্ঘটনা। স্কুল পড়ুয়াদের স্কুলে যেতে হয় এই পথ দিয়ে। বারে বারে প্রশাসনকে জানিয়েও কোন কাজ হয়নি। নিজেরাই কয়েক বার পলি কেটে ঘাটটি পরিস্কার করলেও, কয়েক দিন গেলেই আবার আগের পরিস্থিতি হয়ে যায়। দীর্ঘ ছয় বছর ধরে এই সমস্যায় জর্জরিত গোটা গ্রামের মানুষ।

নামখানার খেয়া ঘাটে জমে গিয়েছে পলি, সমস্যায় এলাকাবাসী

অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ চাইছে চন্দনপিড়ি এলাকার মানুষজনেরা।যদিও এই বিষয়ে দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের সহ-সভাধিপতি শ্রীমন্ত কুমার মালি জানান, হরিপুরে এই সমস্যাটা রয়েছে। তবে খুব তাড়াতাড়ি ওই খানে জেটি ও বার্জ তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে।

Most Popular