Monday, May 6, 2024
spot_img
Homeরাজ্যঅ্যাম্বুল্যান্স না পেয়ে স্ট্রেচারে রোগী নিয়ে পরিজনরা

অ্যাম্বুল্যান্স না পেয়ে স্ট্রেচারে রোগী নিয়ে পরিজনরা

স্টাফ রিপোর্টার: অর্থের অভাবে অ্য়াম্বুল্যান্স না পেয়ে হাসাপাতালের স্ট্রেচারে শুইয়ে রোগীকে ভিড়ে ঠাসা রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হল সিটি স্ক্যান করাতে।রোগীর পরিবার সূত্রে জানা গিয়েছে, মেমারি থানার মহিষপুর এলাকার বাসিন্দা সাহার আলি মল্লিক।

অ্যাম্বুল্যান্স না পেয়ে স্ট্রেচারে রোগী নিয়ে পরিজনরা

শুক্রবার সন্ধেয় বাড়ি ফেরার সময় তিনি গুরুতর আহত হন। চোট লাগে মাথায়। ভর্তি করা হয় কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে। রোগীর সিটি স্ক্যান করাতে বলেন চিকিৎসকরা। ঘটনায় রোগীর এক আত্মীয় বলছেন, “পয়সা নেই তো আমাদের। কী করব!

অ্যাম্বুল্যান্স না পেয়ে স্ট্রেচারে রোগী নিয়ে পরিজনরা

তাই ওইভাবে নিয়ে গিয়েছি। টোটোতে নিয়ে যাব ভেবেছিলাম। কিন্তু, ও বসতে পারত না। তাই এ ভাবে নিয়ে গিয়েছি।” যদিও ভুল বোঝাবুঝির কারণেই গাড়ির ব্যবস্থা করা যায়নি বলে মত হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার গৌতম দাসের।

অ্যাম্বুল্যান্স না পেয়ে স্ট্রেচারে রোগী নিয়ে পরিজনরা

এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। হাসপাতালের ফ্রি অ্যাম্বুল্যান্স পরিষেবা থাকতেও কেন এমন পরিস্থিতি তৈরি হল, তা নিয়ে উঠছে প্রশ্ন।

Most Popular