Thursday, May 9, 2024
spot_img
HomeUncategorizedপার্থদা পরিস্থিতির শিকার! বললেন শোভন চট্টোপাধ্যায়

পার্থদা পরিস্থিতির শিকার! বললেন শোভন চট্টোপাধ্যায়

স্টাফ রিপোর্টার ঃ শনিবার আলিপুর আদালত চত্বরের লকআপে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গেলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। তিনি সংবাদমাধ্যককে জানান, দেখা না করতে গেলেই তা ‘অপরাধ’ হত।

পার্থদা পরিস্থিতির শিকার! বললেন শোভন চট্টোপাধ্যায়

যদিও দেখা করার অনুমতি দেননি পার্থের পুলিশ রক্ষীরা। বেরিয়ে শোভন জানালেন, পার্থ ‘পরিস্থিতির শিকার’। শনিবার সকালে আলিপুর আদালতে তোলা হয় নিয়োগ দুর্নীতিকাÐে জড়িত থাকায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়কে। সে সময় আদালতে ব্যক্তিগত কাজে এসেছিলেন শোভন এবং বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

পার্থদা পরিস্থিতির শিকার! বললেন শোভন চট্টোপাধ্যায়

আদালত চত্বরে ভিড় দেখে দাঁড়িয়ে পড়েন তিনি। পরে জানান, সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলে জানতে পারেন, শুনানির জন্য আদালতে হাজির করানো হয়েছে পার্থকে। সেই মুহূর্তে আদালতের লকআপে রয়েছেন পার্থ। শুনে গাড়িতে উঠেও নেমে আসেন শোভন। বলেন, ‘যাই একটু দেখা করে আসি ১০ মিনিট।’ বৈশাখী বলেন, ‘অনেক দিনের সঙ্গী তো!’ যদিও সেই সঙ্গীর দেখা পাননি শোভন। পার্থের সঙ্গে দেখা করার অনুমতি দেননি নিরাপত্তারক্ষীরা।

পার্থদা পরিস্থিতির শিকার! বললেন শোভন চট্টোপাধ্যায়

তিনি বলেন, ‘দূর থেকে দেখলাম। দেখা করার সেই পরিবেশ, পরিস্থিতি নেই।’ তাঁর কথায়, ‘পার্থদা পরিস্থিতির শিকার তো বটেই! আমাকেও তো গ্রেফতার করা হয়েছিল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তো আর প্রশাসন থেকে আলাদা কিছু নয়! তারা রাজনীতিকে নিয়ন্ত্রণ করে না।রাজনীতি তাদের নিয়ন্ত্রণ করে। এত দিন এক সঙ্গে ছিলাম। না দেখা করে চলে গেলে মনে হত, এখান থেকে চলে গেলাম!’ তিনি বলেন, ‘কেউ যদি ব্যাখ্যা করে, দেখা করা অপরাধ, ৪৫ বছরের স¤পর্ক, আমার কাছে না দেখা করাও অপরাধ।

পার্থদা পরিস্থিতির শিকার! বললেন শোভন চট্টোপাধ্যায়

’ শোভন জানালেন, তিনি যখন ছাত্র-রাজনীতি করতেন, তখন বেহালায় গিয়ে বক্তৃতা রাখতেন পার্থ। আজ সেই পার্থ কয়েক হাত দূরে রয়েছেন শুনে আর দাঁড়িয়ে থাকতে পারেননি শোভন। ছুটে যান শরীরের খবর নিতে। তিনি আরও বলেন, ‘নিশ্চয় অভিযুক্ত। কিন্তু অভিযুক্ত আর দোষী প্রমাণিত হওয়ার মধ্যে ফারাক রয়েছে।’ পার্থ যে পরিস্থিতির শিকার, তা-ও জানিয়েছেন শোভন।

Most Popular