Thursday, May 9, 2024
spot_img
HomeUncategorizedবেপরোয়া বাসের ধাক্কায় মহিলার মৃত্যু বারুইপুরে, ভাঙচুর, অবরোধ

বেপরোয়া বাসের ধাক্কায় মহিলার মৃত্যু বারুইপুরে, ভাঙচুর, অবরোধ

বিশ্ব সমাচার, বারুইপুর: বেপরোয়া বাসের ধাক্কায় এক মহিলার মৃত্যু হল। মৃতার নাম সালমা বিবি(৩৫)। বাড়ি বারুইপুর থানার অন্তর্গত যোগী বটতলা এলাকায়। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।

বেপরোয়া বাসের ধাক্কায় মহিলার মৃত্যু বারুইপুরে, ভাঙচুর, অবরোধ

ঘটনাটি ঘটেছে যোগী বটতলার মডার্ন ক্লাবের সামনে কুলপি রোডে। স্থানীয় বাসিন্দারা জানান, বারুইপুর বারাসাত রুটের একটি বাস গড়িয়ার দিক থেকে বারুইপুর পদ্মপুকুরের বাসস্ট্যান্ডের দিকে আসছিল অত্যধিক গতিতে। সেই সময় সালমা বিবি তাঁর মেয়েকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন গৃহশিক্ষকের বাড়ি যাবলেন বলে।

বেপরোয়া বাসের ধাক্কায় মহিলার মৃত্যু বারুইপুরে, ভাঙচুর, অবরোধ

এমন সময় সেই বাসটি সালমা বিবিকে ধাক্কা মারে। মৃত্যু হয় সালমা বিবির। এই ঘটনায় একাধিক বাস ভাঙচুর করে উত্তেজিত জনতা। বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত সুপার পার্থ ঘোষ, বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস, বারুইপুর থানার আধিকারিক সৌম্যজিৎ রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে।

বেপরোয়া বাসের ধাক্কায় মহিলার মৃত্যু বারুইপুরে, ভাঙচুর, অবরোধ

স্থানীয় বাসিন্দারা মৃতদেহট আটকে রেখে প্রায় দু’ঘণ্টা আটকে রাখে। কয়েকটি বাস ভাঙচুর করে উত্তেজিত জনতা। এই ঘটনার জেরে কুলপি রোড, বারুইপুর রোডে অবরোধ চলে দু’ঘণ্টার উপর। পুলিশ বাহিনী এসে সেই অবরোধ তোলে।

বেপরোয়া বাসের ধাক্কায় মহিলার মৃত্যু বারুইপুরে, ভাঙচুর, অবরোধ

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বারুইপুর বারাসাত রুটের বাসগুলো বারুইপুর স্ট্যান্ডে আসার সময় গতি এত বাড়ায়, যার ফলে অনেক দুর্ঘটনা ঘটেছে এবং মানুষের মৃত্যু হয়েছে।তাঁরা ওই এলাকায় দু’টি স্পিড ব্রেকার দেওয়ার দাবি জানান।

Most Popular