Thursday, May 9, 2024
spot_img
Homeরাজনীতিপঞ্চায়েতে এবার মহিলা ভোটারদের ভোট দানের ব্যাপারে উৎসাহ ছিল বেশি

পঞ্চায়েতে এবার মহিলা ভোটারদের ভোট দানের ব্যাপারে উৎসাহ ছিল বেশি

অশোক বন্দ্যোপাধ্যায়, কলকাতা
ত্রিস্তর পঞ্চায়েত ভোটে মহিলাদের ভোট দানের অতি আগ্রহ এবার ছিল নজরে পড়ার মতো। বিশেষ করে বিষ্ণুপুর এক, বিষ্ণুপুর দুই, ঠাকুরপুকুর মহেশতলা , বজবজ দুই নম্বর ব্লকে ভোট দানের হার তার আভাষ দিচ্ছে। পাশাপাশি ওই সমস্ত ব্লকের ভোট কেন্দ্রে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মহিলা ভোটারদের ভিড় ও উৎসাহ সব সময় ছিল এক রকম। ঠাকুরপুকুর ও মহেশতলার সোনামুখী তে ভোট দিয়ে বেরিয়ে আসা এক মহিলা র কথায়, লক্ষীর ভান্ডার প্রকল্প থেকে প্রতি মাসে এখন বাড়ির মহিলারা টাকা পান। হাত খরচের এই টাকা পাওয়ার বিষয়টি মহিলাকুলের মন জয় করেছে। সেই কারণে মহিলা ভোটাররা এবার বেশি ভোটের লাইনে এসেছেন। তাছাড়া এর আগের পঞ্চায়েত ভোট হয়নি। ফলে ভোট দেওয়ার একটা সুপ্ত আকাঙ্খা মনের ভিতর ছিল। এবার সেই সুযোগ এসে যাওয়ার জন্য বিভিন্ন জায়গাতে ভোট দিতে মহিলাদের বেশি হাজিরা নজর কেড়েছে। বজবজ ২ এর কালীনগর ও আয়মা গ্রামে বিকেল পাঁচটা। সেখানে তখন মহিলা দের লম্বা লাইন। সাতগাছিয়া বিধানসভার নস্করপুর অঞ্চলের বুথ নম্বর ২৮৯। সন্ধ্যা সাতটা বেজে গিয়েছে। তখনও ৬০০ ভোটারের লাইন। এর ভিতর মহিলাদের সংখ্যা বেশি। বিষ্ণুপুর ২ এর আমতলা ঘোষপাড়ার ১৫৩ ও ১৫৪ বুথে সন্ধ্যার পর ভোট চলেছে। এর ভিতর ১৫৩ তে রাত ১ টা পর্যন্ত ভোটের হয়েছে। মহিলা ভোটারদের উপস্হিতি বেশি ছিল। মহিলা ভোটারদের অনেকেই বলেছেন, লক্ষীভান্ডার এর সুবিধা ভোট দেওয়ার ব্যাপারে আমাদের উৎসাহিত করেছে। ভোট দানের হার এই কারণে ওই সব ব্লকে বেশি ছিল। ঠাকুরপুকুর মহেশতলা ব্লকে সকাল ৯ টা থেকে ১ টা পর্যন্ত ভোটের হার ছিল ৩৬, ৬৮ শতাংশ। তিনটে পর্যন্ত তা বেড়ে হল ৫০, ৩৮ শতাংশ। বিকেল ৫ টা পর্যন্ত ৬৬, ৬৯ শতাংশ। সন্ধ্যার পর তা বেড়ে হয়েছে ৭৮ , ২৬ শতাংশ। বিষ্ণুপুর এক এ ভোটের হার ৭৫ শতাংশ এর বেশি। বিষ্ণুপুর দুই এ ৭৮ শতাংশের বেশি। বজবজ১ এ শুধু একটি জেলা পরিষদের আসনের ভোট হয়েছে। সেখানে ভোট পড়েছে ৭২ শতাংশের বেশি। বজবজ ২ এ ভোট পড়েছে ৭৮ শতাংশের মতো প্রায়।

Most Popular