Saturday, April 27, 2024
spot_img
Homeজেলাজিকোর নামে টেটকাণ্ডে কোটি কোটি টাকা তোলার অভিযোগের পোস্টার, চাঞ্চল্য সাগরে

জিকোর নামে টেটকাণ্ডে কোটি কোটি টাকা তোলার অভিযোগের পোস্টার, চাঞ্চল্য সাগরে

বিশ্ব সমাচার, সাগর: দক্ষিণ ২৪ পরগনার সাগরের তৃণমূল জেলা পরিষদ সদস্য তথা গঙ্গাসাগর-‌বকখালি ডেভলপমেন্ট বোর্ডের ভাইস চেয়ারম্যান সন্দীপ পাত্র ওরফে জিকোর নামে টেট দুর্নীতিতে কোটি কোটি টাকা তোলার অভিযোগ নিয়ে পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার সকাল থেকে সাগরের রুদ্রনগর, মন্দিরতলা, খুঁদিগুড়িয়াপুল সহ একাধিক এলাকার দোকান ও বাড়ির দেওয়ালে রঙিন এই পোস্টার দেখা যায়।

জিকোর নামে টেটকাণ্ডে কোটি কোটি টাকা তোলার অভিযোগের পোস্টার, চাঞ্চল্য সাগরে

যে পোস্টারে লেখা আছে, ‘সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরার অনুপ্রেরণায় জেলা পরিষদ সদস্য সন্দীপ পাত্র ও তপন পাড়িয়া টেট দুর্নীতিতে মিডলম্যান হিসেবে সাগর বিধানসভা থেকে কোটি কোটি টাকা তুলে বেপাত্তা। শিক্ষা নিয়ে সাগরে কোটি কোটি টাকা দুর্নীতি হল কেন, বঙ্কিম হাজরা জবাব চাই, জবাব দাও।’‌ সৌজন্যে সাগরদ্বীপবাসী।তবে বেলা হলে এই পোস্টারগুলি কে বা কারা ছিঁড়ে দেয়। এই পোস্টার ঘিরে বিরোধী সিপিএম ও বিজেপি সরাসরি চাকরি দুর্নীতি নিয়ে শাসকদলকে কাঠগড়ায় তুলেছে।

জিকোর নামে টেটকাণ্ডে কোটি কোটি টাকা তোলার অভিযোগের পোস্টার, চাঞ্চল্য সাগরে

এলাকার বিধায়ক তথা মন্ত্রী ও সন্দীপকে সরাসরি টেট দুর্নীতিতে জড়িত বলে অভিযোগ করা হয়েছে। সন্দীপ পাত্র পোস্টার পড়ার বিষয়ে কিছু জানা নেই বলে জানিয়েছেন। তিনি বলেন, বিরোধীরা কুৎসা, অপপ্রচার করছে। এই পোস্টারে সরাসরি কারও নাম নেই। সাগরের বিধায়ক তথা মন্ত্রী বলেন, পোস্টার আমি দেখিনি। তবে ফেসবুকে দেখেছি। এটা মিথ্যা। সন্দীপ ও তপন এরসঙ্গে যুক্ত কি না, আমি বলতে পারব না। এটা ভোটের স্লোগান।’
এ বিষয়ে সিপিএম নেতা সজল ঘোড়ই জানান, তৃণমূল দলটা একটা চাকরি বিক্রির কোম্পানিতে পরিণত হয়েছে। এই দলটা এখন পুরো দুর্নীতিতে ডুবে গেছে।

জিকোর নামে টেটকাণ্ডে কোটি কোটি টাকা তোলার অভিযোগের পোস্টার, চাঞ্চল্য সাগরে

আগামী পঞ্চায়েত নির্বাচনে মানুষ এর জবাব দেবে। এরা পশ্চিমবঙ্গের প্রতিটি কোণায় মাকড়সার জালের মতো চাকরি বিক্রির এজেন্ট ছেড়ে রেখেছে।এ বিষয়ে বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি বিপ্লব নায়েক বলেন, সন্দীপ পাত্র ওরফে জিকো হচ্ছে সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর ঘনিষ্ঠ। চাকরি দেওয়ার নাম করে সাধারণ মানুষের টাকা নিয়েছে। সেই টাকা ফেরত দেওয়ার সময় হয়েছে।

জিকোর নামে টেটকাণ্ডে কোটি কোটি টাকা তোলার অভিযোগের পোস্টার, চাঞ্চল্য সাগরে

তাই বেপাত্তা হয়ে গেছে। তবে সময় যত গড়াবে, সাগর বিধানসভায় জিকোর মতো আরও অনেক জিকো বেরোবে। যারা চাকরি দেওয়ার নাম করে সাধারণ মানুষের কোটি কোটি টাকা লুট করেছে। মানুষ জাগছে। সময়ে জবাব দেবে। তবে তৃণমূলের পক্ষ থেকে পুরো বিষয়টি মিথ্যা বলে জানানো হয়েছে। পঞ্চায়েত ভোটের ফায়দা নিতে এই কুৎসা রটানো হচ্ছে বলে দাবি করা হয়েছে।

Most Popular