Saturday, April 27, 2024
spot_img
Homeরাজ্যনকল করতে না পারায় চিরকুট উড়িয়ে রাজ্য সড়ক অবরোধ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের

নকল করতে না পারায় চিরকুট উড়িয়ে রাজ্য সড়ক অবরোধ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের

স্টাফ রিপোর্টার : টুকলিতে বাধা পাওয়ায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল উচ্চ মাধ্যমিকের ছাত্র ছাত্রীরা।মালদার রতুয়া হাই মাদ্রাসা স্কুলের ঘটনা।শনিবার উচ্চ-মাধ্যমিকের পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা ছিল। অভিযোগ, টুকলিতে বাধা পাওয়ায় পরীক্ষা শেষে রতুয়া ভালুকা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় উচ্চ মাধ্যমিকের ছাত্র ছাত্রীরা। ভাদো বিএসবি স্কুলের পরীক্ষার্থীরা রাস্তায় চিরকুট ফেলে তারা বিক্ষোভ দেখাতে থাকে।

নকল করতে না পারায় চিরকুট উড়িয়ে রাজ্য সড়ক অবরোধ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের

এ দিন যে বিষয়ে পরীক্ষা ছিল সেই বিষয়টির নাম সঠিকভাবে উচ্চারণ করতে পারেনি এক পড়ুয়া। পলিটিক্যাল সায়েন্সকে পলিটিক্স সায়েন্স বলে উচ্চারণ করা ওই পড়ুয়া বলল, “একটা রুমে আটটা গার্ড। প্রথমদিন থেকেই কড়া গার্ড পড়েছে। আমরা টোকাটুকি করতে পারছি না। এমনকী বাথরুম করতে যেতে পারিনি। অন্য স্কুলে হালকা গার্ড আর আমাদের এত কড়া গার্ড?” পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় রতুয়া থানার বিশাল পুলিশ বাহিনী।

নকল করতে না পারায় চিরকুট উড়িয়ে রাজ্য সড়ক অবরোধ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের

পুলিশ এসে অবরোধ তুলে দেয়।তবে এই ঘটনা নতুন নয়। শুক্রবারও একই ছবি উঠে এসেছিল। মালদার মোথাবাড়ি থানার রথবাড়ি হাইস্কুলে নকল করতে না দেওয়ায় ছাত্ররা প্রধান শিক্ষককে মারধর করে। এমনকী শিক্ষিকাকেও ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। ভাঙচুর করা হয় স্কুল। এরপর আর এদিন নকল করতে না দেওয়ায় রাস্তা অবরোধ করে ছাত্রদের বিক্ষোভ রতুয়ায়।

Most Popular