Thursday, May 9, 2024
spot_img
Homeরাজ্যগ্রাফ পেপারের প্রয়োজন নেই, উত্তর সঠিক হলেই মিলবে পুরো নম্বর, মাধ্যমিকের অঙ্ক...

গ্রাফ পেপারের প্রয়োজন নেই, উত্তর সঠিক হলেই মিলবে পুরো নম্বর, মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার বিভ্রান্তি কাটাল পর্ষদ

স্টাফ রিপোর্টার: বৃহস্পতিবার ছিল মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা। তার প্রশ্নপত্র নিয়েই বিভ্রান্তি তৈরি হয়। ১৫-এর ২ নম্বর প্রশ্নে স্পষ্ট লেখা ছিল, সমীকরণের সমাধানের জন্য গ্রাফ পেপার দেওয়া হবে। যদিও তা দেওয়া হয়নি। এতে ভয় পেয়ে যায় পরীক্ষার্থীরা। তার পরেই পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ একটি চিঠি প্রকাশ করে। তাতে সই রয়েছে ডেপুটি সচিব (পরীক্ষা) মৌসুমী বন্দ্যোপাধ্যায়ের।

গ্রাফ পেপারের প্রয়োজন নেই, উত্তর সঠিক হলেই মিলবে পুরো নম্বর, মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার বিভ্রান্তি কাটাল পর্ষদ

সেই চিঠিতে জানানো হয়েছে, অঙ্ক পরীক্ষায় ১৫-র ২ নম্বরের উত্তর লেখার জন্য আলাদা কোনও গ্রাফ পেপার দেয়নি বোর্ড। গত কয়েক বছর ধরেই দেওয়া হচ্ছে না। উত্তরপত্রেই পরীক্ষার্থীদের আঁকতে হবে। আলাদা গ্রাফ পেপারে আঁকার প্রয়োজন নেই।মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, ‘‘পরীক্ষার্থী যদি খাতায় সঠিক উত্তর লেখে, তা হলে সে গ্রাফ আঁকলেও নম্বর পাবে, না আঁকলেও নম্বর পাবে।’’

গ্রাফ পেপারের প্রয়োজন নেই, উত্তর সঠিক হলেই মিলবে পুরো নম্বর, মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার বিভ্রান্তি কাটাল পর্ষদ

তাঁর এই বক্তব্যের পরেও প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। প্রশ্ন উঠেছে, প্রশ্নপত্রে গ্রাফ দেওয়া হবে, লেখার পরেও কেন দেওয়া হল না? রামানুজ জানিয়েছেন যে, গত তিন বছর ধরে গ্রাফ পেপার দেওয়া হয় না। যদিও উপপরীক্ষা সচিবের কাছে এই নিয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন তিনি।

Most Popular