Wednesday, May 8, 2024
spot_img
HomeUncategorizedরোহিতদের ব্যাটিং বিপর্যয়, চার উইকেট নিয়ে ভারতকে ম্যাচে ফেরালেন জাদেজা

রোহিতদের ব্যাটিং বিপর্যয়, চার উইকেট নিয়ে ভারতকে ম্যাচে ফেরালেন জাদেজা

সংবাদ সংস্থা : হোলকার স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের প্রথম দিনের শেষে ভারতকে ম্যাচে ফেরালেন রবীন্দ্র জাদেজা। চারটে শিকারই জাড্ডুর। প্রথম দিনের খেলার শেষে ৪ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার রান ১৫৬। ৪৭ রানে এগিয়ে অজিরা। হাতে ছয় উইকেট। দিনের শেষবেলায় উসমান খোয়াজা এবং স্টিভ স্মিথকে আউট করে টিম ইন্ডিয়াকে ম্যাচে ফেরান জাদেজা। শুরুতেই ট্রাভিস হেড ফিরে যাওয়ার পর দ্বিতীয় উইকেটে ৯৬ রান যোগ করেন উসমান খোয়াজা, মার্নাস লাবুশেন। এই জুটি ব্যাট করাকালীন মনে হচ্ছিল প্রথম ইনিংসের শেষে বড় রানে লিড নেবে অস্ট্রেলিয়া।

রোহিতদের ব্যাটিং বিপর্যয়, চার উইকেট নিয়ে ভারতকে ম্যাচে ফেরালেন জাদেজা

কিন্তু ব্যক্তিগত ৩১ রানে লাবুশেনকে বোল্ড করেন জাদেজা। সুইপ মারতে গিয়ে ডিপ উইকেটে শুভমনের হাতে ধরা পড়েন খোয়াজা। ৬০ রান করে আউট হন অস্ট্রেলিয়ার ছন্দে থাকা ব্যাটার। ম্যাচের গতির বিরুদ্ধে গিয়ে জুটি ভাঙায় স্বস্তি ফেরে ভারতীয় শিবিরে। দিনের অন্তিমলগ্নে স্টিভ স্মিথের (২৬) গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন জাদেজা। দ্বিতীয় দিন সকালে দ্রুত বাকি ছয় উইকেট তুলে নিতে চাইবেন জাদেজা, অশ্বিনরা।‌ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে বাদ পড়েন কেএল রাহুল। তার পরিবর্তে নেমে রান পাননি শুভমন গিল।

রোহিতদের ব্যাটিং বিপর্যয়, চার উইকেট নিয়ে ভারতকে ম্যাচে ফেরালেন জাদেজা

শুরুটা ভাল করেও ২১ রানে ফিরে যান। কোনও ব্যাটারই রান পায়নি। ম্যাথিউ কুনেম্যানের ঘূর্ণিতে ভারতীয় ব্যাটিং লাইন আপে ধস নামে। রোহিত (১২), চেতেশ্বর পূজারা (১), রবীন্দ্র জাদেজা (৪), শ্রেয়স আইয়ার (০), শ্রীকর ভরতরা (১৭) রান পায়নি। সর্বোচ্চ রান বিরাট কোহলির। ২২ করে আউট হন ভারতের প্রাক্তন নেতা। শেষদিকে উমেশ ১৭ রান যোগ না করলে ভারতের রান একশোর গণ্ডিও পেরত না। শেষপর্যন্ত ১০৯ রানে শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস। পাঁচ উইকেট নেন কুনেম্যান। তিন উইকেট পান নাথান লিয়ঁ।

Most Popular