Saturday, April 27, 2024
spot_img
Homeকলকাতাপঞ্চায়েত ভোট সামনে, জলকষ্টে জেরবার বজবজ ১ ব্লকের একাধিক পঞ্চায়েত, ক্ষুদ্ধ শাসকদলের...

পঞ্চায়েত ভোট সামনে, জলকষ্টে জেরবার বজবজ ১ ব্লকের একাধিক পঞ্চায়েত, ক্ষুদ্ধ শাসকদলের সদস্যরাও

রাজকুমার সূত্রধর কলকাতা

সামনে পঞ্চায়েত ভোট। তার আগে বজবজ – এক ব্লকের গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ জায়গাতে পানীয় জলের সমস্যায় জেরবার এলাকার মানুষ। ঢাকঢোল পিটিয়ে অনেকদিন ধরে জল প্রকল্প নিয়ে কত কথাই চলছে। কিন্ত বাস্তবে পানীয় জলের জোগান নিয়ে আমজনতা যে খুশী নন। তা এলাকার পঞ্চায়েত সদস্যরা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। কারণ এই কারণে প্রতিদিন এলাকাতে বের হলেই পঞ্চায়েত সদস্যদের সমালোচনার মুখে পড়তে হচ্ছে। বিশেষ করে উত্তর রায়পুর, মায়াপুর, বুঁইতা সহ সব জায়গাতেই এমন চলছে।

পঞ্চায়েত ভোট সামনে, জলকষ্টে জেরবার বজবজ ১ ব্লকের একাধিক পঞ্চায়েত, ক্ষুদ্ধ শাসকদলের সদস্যরাও

বজবজ ১ বিডিও অফিসে জল প্রকল্প এর কাজের পর্যালোচনা র জন্য বৈঠক ডাকা হয়েছিল। সেখানে জনস্বাস্থ্য, পুলিশ ছাড়াও পঞ্চায়েত সদস্য এবং প্রশাসনিক আধিকারিকরা হাজির ছিলেন। ওই বৈঠকের ভিতর জল সমস্যা নিয়ে সরব হন তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা। তাঁরা অভিযোগ করেন কোথাও জল নেই। কোথাও জল গেলেও প্রেসার নেই। এই অবস্থার জন্য ভোটারদের বাড়ি বাড়ি গেলেই সমালোচনার মুখে পড়তে হচ্ছে।

পঞ্চায়েত ভোট সামনে, জলকষ্টে জেরবার বজবজ ১ ব্লকের একাধিক পঞ্চায়েত, ক্ষুদ্ধ শাসকদলের সদস্যরাও

অনেকে বলেছেন সামনে ভোট। জলের এমন সমস্যা থাকলে ভোট চাইতে যেতে পারবেন না। এক সদস্য বলেন এর আগেও এই সমস্যা নিয়ে বলা হয়েছে। তখনও আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্ত তারপর কোনও পরিবর্তন হয়নি। শাসকদলের সদস্যদের এই বক্তব্য প্রমাণ করে দিচ্ছে পানীয় জলের বিষয়টি মোটেই সুবিধাজনক নয়। আর এর সমাধান না হলে সামনের পঞ্চায়েত এ যে ভোটাররা তাদের ছেড়ে কথা বলবেন না। তাও তারা বুঝতে পারছেন। বিডিও নিজেও এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

পঞ্চায়েত ভোট সামনে, জলকষ্টে জেরবার বজবজ ১ ব্লকের একাধিক পঞ্চায়েত, ক্ষুদ্ধ শাসকদলের সদস্যরাও

জনস্বাস্থ্য দপ্তরের আধিকারিক রা যাতে এই বিষয়টির দ্রুত সমাধান করেন সে ব্যাপারেও পদক্ষেপ নিতে বলেন। জনস্বাস্থ্য দপ্তরের আধিকারিক রা বলেন আমরা খুব চেষ্টা করছি। কিন্ত এই আশ্বাস এর আগের বৈঠক গুলিতে তেও দিয়েছেন তাঁরা। কিন্ত এখনও সেই তিমির এ । এবার ধীরে ধীরে গরম শুরু হয়েছে। ফলে এটা যত বাড়তে থাকবে জলের টান তত বাড়বে। ফলে আগামী দিনে জল সঙ্কট যে লাগামছাড়া হতে পারে এই আশঙ্কায় দিশেহারা আমজনতা।

Most Popular