Saturday, April 27, 2024
spot_img
Homeরাজ্যপ্রাথমিক দুর্নীতিতে এবার মুর্শিদাবাদ জেলার ১৫জন স্কুল পরিদর্শককে তলব করল সিবিআই

প্রাথমিক দুর্নীতিতে এবার মুর্শিদাবাদ জেলার ১৫জন স্কুল পরিদর্শককে তলব করল সিবিআই

স্টাফ রিপোর্টার : প্রাথমিক দুর্নীতি কাণ্ডে মুর্শিদাবাদ জেলার ১৫জন অবর বিদ্যালয় পরিদর্শককে হাজিরা দিতে নির্দেশিকা জারি করল সিবিআই। আগামী ২১ নভেম্বর সিবিআই নিজাম প্যালেসে অবর বিদ্যালয় পরিদর্শককে হাজিরা দেওয়ার জন্য বলা হয়েছে।প্রাথমিক দুর্নীতি কাণ্ডে এই প্রথম সরকারি অবর বিদ্যালয় পরিদর্শকদের ডাক দেওয়া হয়েছে মুর্শিদাবাদ জেলায়।

প্রাথমিক দুর্নীতিতে এবার মুর্শিদাবাদ জেলার ১৫জন স্কুল পরিদর্শককে তলব করল সিবিআই

চিঠিতে বলা হয়েছে, বড়ঞা নর্থ সার্কেল, বেলডাঙ্গা ইস্ট, ভরতপুর, ধুলিয়ান, জলঙ্গী, জলঙ্গী নর্থ, কান্দি, কান্দি ইষ্ট, খড়গ্রাম, খড়গ্রাম নর্থ, নবগ্রাম, নবগ্রাম ওয়েস্ট, নওদা সাউথ, বহরমপুর সদর, সুতি ওয়েস্ট ও সুতি এক সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শকদের নিজাম প্যালেসে তলব করা হয়েছে।

প্রাথমিক দুর্নীতিতে এবার মুর্শিদাবাদ জেলার ১৫জন স্কুল পরিদর্শককে তলব করল সিবিআই

মুর্শিদাবাদ জেলার নাম প্রকাশে অনিচ্ছুক এক অবর বিদ্যালয় পরিদর্শক জানান, ‘আমাদের কাছে চিঠি এসেছে। আমরা আইন অনুযায়ী হাজিরা দেব। তবে দুর্নীতির সঙ্গে কারা জড়িত তা আমাদের জানা নেই। এটা এখন আইনি প্রক্রিয়া।’

Most Popular