Saturday, April 27, 2024
spot_img
Homeজেলাডায়মন্ড হারবার ১ নং ব্লকের হাসপাতাল পরিদর্শনে এলেন স্বাস্থ্য আধিকারিকরা

ডায়মন্ড হারবার ১ নং ব্লকের হাসপাতাল পরিদর্শনে এলেন স্বাস্থ্য আধিকারিকরা

হেদায়তুল্লা পুরকাইত, ডায়মন্ড হারবার: ডেঙ্গু সচেতনতা সহ বিভিন্ন স্বাস্থ্য বিভাগের খোঁজ নিতে শনিবার দুপুরে ডায়মন্ড হারবার ১ নং ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পঞ্চমগ্রাম হাসপাতালে আসেন ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার আধিকারিকদির একটি বিশেষ দল। পঞ্চগ্রাম হাসপাতাল পরিদর্শনে আসেন ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলা হাসপাতালের সিএমওএইচ ডাঃ জয়ন্তকুমার সুকুল,

ডায়মন্ড হারবার ১ নং ব্লকের হাসপাতাল পরিদর্শনে এলেন স্বাস্থ্য আধিকারিকরা

ডেপুটি সিএমওএইচ ওয়ান ডাঃ হিমাদ্রি হালদার, ডেপুটি সিএমওএইচ টু ডাঃ সোনালি দাস, এসিএমওএইচ ডাঃ জয়শ্রী সাহা, বিএমওএইচ ডাঃ প্রবীর চট্রোপাধ্যায় ও ডায়মন্ড হারবার ১ নং ব্লক মেডিক্যাল অফিসার ডাঃ আকবর হোসেন।মশাবাহিত রোগজীবাণু ডেঙ্গু সম্পর্কে সচেতনতা করতে শনিবার দুপুরে ডায়মন্ড হারবার ১ নং ব্লকের স্বাস্থ্যকর্মীদের নিয়ে এক বিশেষ আলোচনা সভা হয়।

ডায়মন্ড হারবার ১ নং ব্লকের হাসপাতাল পরিদর্শনে এলেন স্বাস্থ্য আধিকারিকরা

সেই সঙ্গে স্বাস্থ্য আধিকারিকরা পঞ্চগ্রাম হাসপাতালে ভর্তি এক ডেঙ্গু রোগীর শারীরিক খোঁজখবর নেন বলে জানা গিয়েছে।ডায়মন্ড হারবার ১ নং ব্লকের মেডিক্যাল অফিসার ডাঃ আকবর হোসেন জানান, প্রতিমাসে একটি করে মিটিং হয় স্বাস্থ্য সহ বিভিন্ন বিষয় নিয়ে। সেই মতো এদিন মিটিং হল। সেই সঙ্গে ডেঙ্গু নিয়ে আলোচনা হয়। একজন ডেঙ্গু রোগী পঞ্চগ্রাম হাসপাতালে ভর্তি আছেন।

ডায়মন্ড হারবার ১ নং ব্লকের হাসপাতাল পরিদর্শনে এলেন স্বাস্থ্য আধিকারিকরা

তাঁর স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নেন ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলা থেকে আসা সিএমওএইচ ডাঃ জয়ন্তকুমার সুকুল সহ অন্যরা। ডাঃ আকবর হোসেন আরও জানান, এই মুহূর্তে ডেঙ্গু নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই। বিশেষ করে ডায়মন্ড হারবার ১ নং ব্লকে সম্পূর্ণ ডেঙ্গু নিয়ন্ত্রণে আছে।

Most Popular