Thursday, May 9, 2024
spot_img
Homeরাজ্য'টেটের নম্বর প্রকাশ নিয়ে মামলাকারীদের জানান', সংসদকে নির্দেশ আদালতের

‘টেটের নম্বর প্রকাশ নিয়ে মামলাকারীদের জানান’, সংসদকে নির্দেশ আদালতের

স্টাফ রিপোর্টার: প্রাথমিকে নিয়োগের আবেদন-প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে।প্রাথমিক টেটের নম্বর প্রকাশের ব্যাপারে সংসদের ভাবনা কী? তা বৈঠক করে মামলাকারীদের আইনজীবীদের জানানোর নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার মামলাকারীদের আইনজীবীদের সঙ্গে বৈঠক করে আগামী সোমবার আদালতকে জানাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ।২০১৪ ও ২০১৭ প্রাথমিক টেটের নম্বর প্রকাশ করেনি সংসদ।

'টেটের নম্বর প্রকাশ নিয়ে মামলাকারীদের জানান', সংসদকে নির্দেশ আদালতের

অভিযোগ তার আড়ালেই হয়েছে দুর্নীতি। কিন্তু ২০২২ টেটে কে কত অগ্রাধিকার পাবে তার জন্য আগের টেটে প্রাপ্ত নম্বরের গুরুত্ব রয়েছে। ফলে ২০১৪ ও ২০১৭ টেটের নম্বর প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত। পুজোর ছুটির আগে দেওয়া সেই নির্দেশ কার্যকর করতে সংসদ কতদূর এগোল তা নিয়ে মামলাকারীদের আইনজীবীর সঙ্গে সংসদ সভাপতিকে আলোচনা করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

'টেটের নম্বর প্রকাশ নিয়ে মামলাকারীদের জানান', সংসদকে নির্দেশ আদালতের

তিনি আশাপ্রকাশ করেছেন, মঙ্গলবারই দুপক্ষ মুখোমুখি বসে আলোচনা করবে। তাঁর ইচ্ছার কথা ফোন করে সংসদ সভাপতিকে জানাতে মামলাকারীর আইনজীবীকে অনুরোধ করেছেন বিচারপতি। আলোচনায় কী উঠে এল তা আদালতে রিপোর্ট দিয়ে জানাতে হবে সংসদকে।

Most Popular