Saturday, April 27, 2024
spot_img
Homeজেলাবারুইপুর হাসপাতালের রোগীদের ফোঁটা দিলেন বারুইপুর মহিলা থানার কর্মীরা

বারুইপুর হাসপাতালের রোগীদের ফোঁটা দিলেন বারুইপুর মহিলা থানার কর্মীরা

প্রদীপকুমার সিংহ, বারুইপুর: ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমদুয়ারে পরল কাটা। যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। বৃহস্পতিবার ভাইফোঁটা উপলক্ষে বারুইপুর মহিলা থানার কর্মীরা ও বারুইপুর স্নেহের পক্ষ থেকে ভাইফোঁটা দেওয়া হয় বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালের মেল বিভাগের রোগীদের।

বারুইপুর হাসপাতালের রোগীদের ফোঁটা দিলেন বারুইপুর মহিলা থানার কর্মীরা

এখানে প্রায় ৩০ জন রোগীকে তাঁদের মঙ্গল কামনাতে এবং তাঁরা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি যান, সেই মঙ্গল কামনা করে ভাইফোঁটা দেন বারুইপুর মহিলা থানার কর্মীরা ও বারুইপুর স্নেহ স্বেচ্ছাসেবী সংস্থা কর্ণধার পায়েল ব্যানার্জি। ওই রোগীদের মিষ্টি দেওয়া হয়। বয়স্ক রোগীরাও পুলিশ ও পায়েলের কর্মীদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন। সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফেরদৌসী বেগম নরেন্দ্রপুর থানায় এই কর্মসূচি পালন করেন।

বারুইপুর হাসপাতালের রোগীদের ফোঁটা দিলেন বারুইপুর মহিলা থানার কর্মীরা

তিনি বলেন, সারা বছর পুলিশ আমাদের পাশে থাকে। ভাইফোঁটার সময় তাঁরা বাড়ি যেতে পারেন না। তাঁদের কপালে ফোঁটা দেওয়ার কেউ থাকে না। প্রত্যেক বছরেই আমি এই ভাইফোঁটার দিনে নরেন্দ্রপুর থানায় এসে পুলিশকর্মীদের সবাইকে ফোঁটা দিয়ে ও মিষ্টিমুখ করে যাই।

Most Popular