Saturday, April 27, 2024
spot_img
Homeরাজ্যআলিপুর মিউজ়িয়ামের উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

আলিপুর মিউজ়িয়ামের উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

স্টাফ রিপোর্টার: আলিপুর মিউজ়িয়ামের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বুধবার আলিপুর জেল সংগ্রহশালার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‌রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে ইতিহাস বদলে দেওয়া হচ্ছে। ভূগোল বদলে দেওয়া হচ্ছে। যাতে আগামী প্রজন্ম কিছুই জানতে না পারে। কেন নতুন করে আমাদের ভাবতে হচ্ছে? কারণ রাজনৈতিক উদ্দেশে ইতিহাসে সব বদল করা হচ্ছে।

আলিপুর মিউজ়িয়ামের উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

আমরা তাই ইতিহাস সংরক্ষণ করার চেষ্টা করছি।’‌ এদিন নাম না করে বিজেপি তথা কেন্দ্রের এনডিএ সরকারের সমালোচনা করতেই এমন মন্তব্য করেছেন বাংলার মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রীর অভিযোগ, ‘নেতাজির অনেক ফাইল এখনও প্রকাশ্যে আনেনি কেন্দ্রীয় সরকার। ইতিহাসকে ভুলিয়ে দিতে মঙ্গল পাণ্ডে সম্পর্কে ভুল তথ্য পরিবেশন করা হয়েছিল।

আলিপুর মিউজ়িয়ামের উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

মুঘল শাসনব্যবস্থা নিয়ে নানা সময় নানা মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীদের মুখ থেকে শোনা গিয়েছে। যা নিয়ে বিতর্ক কম হয়নি। এইসব কারণেই আজ বাংলার মুখ্যমন্ত্রী ইতিহাস বদলে দেওয়া হচ্ছে।’ মুখ্যমন্ত্রী বলেন, ‘‌বিধানসভায় নেতাজি সুভাষচন্দ্র বসুর সমস্ত নথি সংরক্ষণ করা হচ্ছে। ডিজিটাল মাধ্যমে সেই নথি এবং ফাইলগুলি সংরক্ষিত করা হচ্ছে।

আলিপুর মিউজ়িয়ামের উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

এছাড়াও স্বাধীনতা সংগ্রামীদের বিভিন্ন সামগ্রীও সংরক্ষণ করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানান, আলিপুর মিউজিয়ামকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে তুলে ধরার পরিকল্পনা রয়েছে রাজ্যের। এই মিউজিয়ামে ফুড কোর্ট, কফি হাউস থেকে শুরু করে সব কিছুর ব্যবস্থা থাকছে বলেও জানান তিনি।

Most Popular