Thursday, May 9, 2024
spot_img
Homeরাজ্য'নিরাপরাধ প্রমাণ করতে হবে নিজেকেই', অনুব্রতকে কার্যত ঝেড়ে ফেলল তৃণমূল

‘নিরাপরাধ প্রমাণ করতে হবে নিজেকেই’, অনুব্রতকে কার্যত ঝেড়ে ফেলল তৃণমূল

স্টাফ রিপোর্টার : গরুপাচারকাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডলের ওপর থেকে কার্যত হাত তুলে নিল তৃণমূল। অনুব্রতর বিরুদ্ধে এখনই কোনও কথা না বললেও তৃণমূলের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, নিজেকেই নির্দোষ প্রমাণ করতে হবে অনুব্রতকে।

'নিরাপরাধ প্রমাণ করতে হবে নিজেকেই', অনুব্রতকে কার্যত ঝেড়ে ফেলল তৃণমূল

বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর বরিষ্ঠ তৃণমূল নেতা তথা রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘অন্যায় করলে গ্রেফতার হতে হবে। এব্যাপারে দলেরও কিছু বলার নেই। আমাদেরও কিছু বলার নেই। আমার মনে হয় যারা অন্যায় করবেন আইনের পথে তাদের শাস্তি হবেই। তার মধ্যে আর একটা কথাও বলার জায়গা নেই।

'নিরাপরাধ প্রমাণ করতে হবে নিজেকেই', অনুব্রতকে কার্যত ঝেড়ে ফেলল তৃণমূল

যদি কেই মনে করে সে অন্যায় করেনি তাকে আইনে প্রমাণ করে আসতে হবে’।তৃণমূলের আরেক বরিষ্ঠ নেতা তথা মুখপাত্র সৌগত রায় বলেন, ‘অনুব্রতকে সিবিআই ডাকছিল। শরীর খারাপের জন্য যেতে পারেনি। এখন গ্রেফতার করেছে। ব্যাপারটা আইনে চলে গেল। অনুব্রতর আইনজীবীরা এই নিয়ে লড়বে।

'নিরাপরাধ প্রমাণ করতে হবে নিজেকেই', অনুব্রতকে কার্যত ঝেড়ে ফেলল তৃণমূল

তবে অনুব্রত ভালো সংগঠক ছিল আমাদের দলের। ওর বিরুদ্ধে যে কী বক্তব্য তা আমরা এখনও জানি না। তার কারণ চার্জশিটে ওর নাম ছিল না। এটা জানা যাবে। তার পর দল এই নিয়ে সিদ্ধান্ত নেবে’।

Most Popular