Friday, May 10, 2024
spot_img
Homeরাজ্যদিল্লিতে গিয়ে মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের সম্ভাবনা মমতার

দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের সম্ভাবনা মমতার

স্টাফ রিপোর্টার : অগস্টে চার দিনের দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আগামী ৭ অগস্ট নীতি আয়োগের বৈঠক রয়েছে। কেন্দ্র-রাজ্য সম্পর্কের টানাপড়েন, জিএসটি নিয়ে বিবাদের মধ্যেই প্রধানমন্ত্রী বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে ওই বৈঠক করবেন।

দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের সম্ভাবনা মমতার

দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীরই ওই বৈঠকে যোগ দেওয়ার কথা। সে কারণেই আগামী ৪ অগস্ট, বৃহস্পতিবার দুপুরের বিমানে দিল্লি যাওয়ার কথা মমতার। কেন্দ্রের বিরুদ্ধে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া অর্থ না মেটানোর অভিযোগ বহু দিন ধরেই তুলছে বাংলার শাসকদল তৃণমূল। প্রকাশ্যে এমন অভিযোগ করেছেন স্বয়ং মমতাই।

দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের সম্ভাবনা মমতার

নবান্ন সূত্রে খবর, নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়ে সেই বিষয়গুলিই তুলে ধরতে পারেন মুখ্যমন্ত্রী।নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি নবান্ন সূত্রে খবর, ওই সফরে নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। যদিও বৈঠকের দিনক্ষণ এখনও স্থির হয়নি।

Most Popular