Thursday, May 9, 2024
spot_img
Homeরাজ্যবিজেপির বিক্ষোভে রণক্ষেত্র হাওড়া

বিজেপির বিক্ষোভে রণক্ষেত্র হাওড়া

স্টাফ রিপোর্টার: হাওড়ার মালিপাঁচঘড়া থানার ঘুসুড়ি এলাকায় ‘বিষমদ’ কাণ্ডে মোট ১১ জনের মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে খবর। ‘বিষমদ’ কাণ্ডের প্রতিবাদে শুক্রবার হাওড়ার মালিপাঁচঘড়া থানার সামনে প্রতিবাদ সভার ডাক দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বিজেপির বিক্ষোভে রণক্ষেত্র হাওড়া

বিজেপির দাবি, ওই সভার জন্য পুলিশের অনুমতি পাওয়া যায়নি। তাই কর্মসূচি বাতিল করেন শুভেন্দু। এরপরই পুলিশ কমিশনারেটের কাছে মিছিল করে গিয়ে স্মারকলিপি জমা দেওয়ার সিদ্ধান্ত নেয় বিজেপি। বিজেপির সেই ‘বিষমদ’ কাণ্ডের প্রতিবাদে রণক্ষেত্রের চেহারা নেয় হাওড়ার পঞ্চাননতলা।

বিজেপির বিক্ষোভে রণক্ষেত্র হাওড়া

পঞ্চাননতলায় বিজেপি মিছিলে বাধা দেয় পুলিশ। ক্ষোভে একের পর এক ব্যারিকেড ভাঙেন পদ্মশিবিরের কর্মী-সমর্থকরা। তাতে বাধা দেয় পুলিশ। বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। বিশাল পুলিশবাহিনী পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। এরপর বাধ্য হয়ে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখায় বিজেপি।

Most Popular