Saturday, April 27, 2024
spot_img
Homeজেলানরেন্দ্রপুরের রামকৃষ্ণ পল্লি রণক্ষেত্র হয়ে উঠল ক্লাব নির্মাণকে কেন্দ্র করে

নরেন্দ্রপুরের রামকৃষ্ণ পল্লি রণক্ষেত্র হয়ে উঠল ক্লাব নির্মাণকে কেন্দ্র করে

বিশ্ব সমাচার, নরেন্দ্রপুর: ক্লাব নির্মাণকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানার অন্তর্গত রামকৃষ্ণ পল্লি। রামকৃষ্ণ পল্লি ঐক্য সংঘর পক্ষ থেকে ক্লাবের পাশেই এই নির্মাণ করা হচ্ছিল। কেন ক্লাবের পাশে সেই নির্মাণ চলছিল। সেই ক্লাবের এক সদস্যকে ফোন করে কাজ বন্ধ করতে বলে দেন রাজপুর সোনারপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোফাজ্জল হোসেন।

নরেন্দ্রপুরের রামকৃষ্ণ পল্লি রণক্ষেত্র হয়ে উঠল ক্লাব নির্মাণকে কেন্দ্র করে

অভিযোগ, এরপর গত ২ মার্চ সেই নির্মীয়মাণ ক্লাবে ভাঙচুর চালায় ৩০-৩৫ জন দুষ্কৃতী। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় ক্লাবের একাংশ। বাধা দিতে গেলে প্রায় ১৫ থেকে ২০ জন মহিলা ও পুরুষকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ করেন এই ক্লাবের সম্পাদক পলাশ মণ্ডল। তাঁদের আরও অভিযোগ, কাউন্সিলরের মদতেই এই ভাঙচুর ও হামলা চালানো হয়েছে।

নরেন্দ্রপুরের রামকৃষ্ণ পল্লি রণক্ষেত্র হয়ে উঠল ক্লাব নির্মাণকে কেন্দ্র করে

এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন গোপাল মণ্ডল নামে এক ক্লাব সদস্য।তবে স্থানীয় কাউন্সিলর মোফাজ্জল হোসেন জানান, এই ঘটনার সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই। তবে তিনি বলেন, যেখানে এই ক্লাবটি করা হয়েছে, সেই জমির মালিকের পক্ষ থেকে তাঁর কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে।

নরেন্দ্রপুরের রামকৃষ্ণ পল্লি রণক্ষেত্র হয়ে উঠল ক্লাব নির্মাণকে কেন্দ্র করে

সেই অভিযোগ পেয়েই তিনি ক্লাবের এক সদস্যকে ফোন করে কাজ বন্ধের পরামর্শ দেন। তবে ভাঙচুর, মারধরের ঘটনা সম্পর্কে তাঁর কিছু জানা নেই বলে এদিন জানালেন তিনি। নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Most Popular