Saturday, April 27, 2024
spot_img
Homeদেশপ্রিমিয়াম ট্রেনে সার্ভিস চার্জ বাতিল করল রেল মন্ত্রক

প্রিমিয়াম ট্রেনে সার্ভিস চার্জ বাতিল করল রেল মন্ত্রক

সংবাদ সংস্থা : সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে এবার প্রিমিয়াম ট্রেনে সার্ভিস চার্জ বাতিল করল রেল মন্ত্রক। আইআরসিটিসি’র তরফে এ বিষয়ে একটি সার্কুলারও জারি করা হয়েছে। মনে রাখতে হবে এতদিন পর্যন্ত প্রিমিয়াম ট্রেনে সফরের সময় খাবার এবং জল ও পানীয় অর্ডার করার ক্ষেত্রে 50 টাকা সার্ভিস চার্জ নিত।

প্রিমিয়াম ট্রেনে সার্ভিস চার্জ বাতিল করল রেল মন্ত্রক

যারা টিকিট বুকিংয়ের সময় খাবার পরিষেবা বেছে নেবেন না, তাঁদের সার্ভিস চার্জ দিতে হবে না। তাঁরা বর্তমান দামেই চা-জল ইত্যাদি পাবেন। তবে সকালের টিফিন ও খাবারের জন্য এখনও 50 টাকা অতিরিক্ত চার্জ দিতেই হবে।

প্রিমিয়াম ট্রেনে সার্ভিস চার্জ বাতিল করল রেল মন্ত্রক

রাজধানী, দুরন্ত, শতাব্দী এবং বন্দে ভারত ট্রেনে সফরের জন্য এতদিন জলের ক্ষেত্রেও সার্ভিস চার্জ দিতে হত যাত্রীদের। এবার জলের অর্ডারের ক্ষেত্রে সেই চার্জ দিতে হবে না। তবে সকালের ব্রেকফাস্ট ও খাবারের জন্য চার্জ একই থাকছে।

Most Popular