Thursday, May 9, 2024
spot_img
Homeরাজ্য'পশ্চিমবঙ্গে ভোট লুঠ, ত্রিপুরাতে হেরে ভূত', কটাক্ষ সুকান্তর

‘পশ্চিমবঙ্গে ভোট লুঠ, ত্রিপুরাতে হেরে ভূত’, কটাক্ষ সুকান্তর

স্টাফ রিপোর্টার: ‘জনগণের ওপর আস্থা নেই তৃণমূলের। সেই কারণে ভোট লুট করে নির্বাচনে জিততে হচ্ছে।’ শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন এবং পৌরসভার উপনির্বাচনে হিংসা নিয়ে এভাবেই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

'পশ্চিমবঙ্গে ভোট লুঠ, ত্রিপুরাতে হেরে ভূত', কটাক্ষ সুকান্তর

এই বিষয়ে সুকান্ত মজুমদার বলেন, “পুলিশি নিরাপত্তা থাকা সত্ত্বেও শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনে অশান্তির ঘটনা ঘটেছে। এর থেকে বোঝা যায় তৃণমূলের নিজেদের ওপর আস্থা নেই। জনগণের ওপরেও বিশ্বাসও নেই তাদের। সেই কারণে ভোট লুটের পথে হাঁটতে হচ্ছে শাসকদলকে।

'পশ্চিমবঙ্গে ভোট লুঠ, ত্রিপুরাতে হেরে ভূত', কটাক্ষ সুকান্তর

ত্রিপুরার জনগণকে দেখে শেখা উচিত তৃণমূল সরকারের। তাঁরা দেখিয়ে দিয়েছেন কীভাবে ভোটে সুষ্ঠুভাবে অংশগ্রহণ করতে হয়। তাই তো সেখানকার জনগণ বলছে, পশ্চিমবঙ্গে ভোট লুঠ, ত্রিপুরাতে হেরে ভূত।”

Most Popular