Friday, April 26, 2024
spot_img
Homeরাজ্যফের স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে তলব হাইকোর্টের

ফের স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে তলব হাইকোর্টের

স্টাফ রিপোর্টার : একের পর এক সিবিআই তদন্তের নির্দেশে জেরবার স্কুল সার্ভিস কমিশন । তার মধ্যেই ফের স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে সশরীরে আদালতে হাজিরার নির্দেশ দিলেন বিচারপতি রাজশেখর মান্থা । আজ সকাল সাড়ে দশটা নাগাদ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ চট্টোপাধ্যায়কে তলব করেছে হাইকোর্ট। 2016 সালের ভুগোলসহ অন্যান্য বিষয়ে র‍্যাঙ্কের নিচের দিকে থাকা প্রার্থীদের চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে । 7 জুন এ ব্যাপারে স্কুল সার্ভিস কমিশনকে একটা রিপোর্ট ফাইল করতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি । নিচের দিকে র‍্যাঙ্ক থাকা সত্ত্বেও কী করে প্রার্থীদের নিযুক্ত করা হয়েছিল, তা জানতে চায় আদালত ৷স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়, আপাতত কমিশনের ডেটা রুম রয়েছে সিবিআইয়ের হাতে । সেই কারণে সার্ভিস কমিশন কিছু করতে পারেনি । তখন বিচারপতি মান্থা জানতে চান, স্কুল সার্ভিস কমিশন সিবিআইয়ের কাছে ডেটারুম ব্যবহারের কোনও আবেদন করেছিল কি না । কিন্তু কমিশন এ ব্যপারে সদুত্তর না দেওয়ায় বিচারপতি চেয়ারম্যানকে তলব করেছেন ৷

Most Popular