Tuesday, May 7, 2024
spot_img
Homeজেলাব্যাংকিং পরিষেবার পাশাপাশি স্বাস্থ্য পরিষেবায় এসবিআই ফাউন্ডেশন

ব্যাংকিং পরিষেবার পাশাপাশি স্বাস্থ্য পরিষেবায় এসবিআই ফাউন্ডেশন

সানওয়ার হোসেন, রায়দিঘি : এসবিআই ফাউন্ডেশনের সহযোগিতায় সুন্দরবনে চালু হল স্থায়ী চক্ষু পরিষেবা। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবন অঞ্চলে নন্দকুমারপুরে এসবিআই এফ – আই কেয়ার প্রকল্পের উদ্বোধন হল। এই প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য একটি বিস্ময়কর প্রচেষ্টা বলে জানান উদ্বোধক এসবিআইএফের ডিরেক্টর সঞ্জয় প্রকাশ।

ব্যাংকিং পরিষেবার পাশাপাশি স্বাস্থ্য পরিষেবায় এসবিআই ফাউন্ডেশন

সবুজ সংঘের সম্পাদক অংশুমান দাস জানান, এই প্রকল্পের লক্ষ্য সুন্দরবন তথা পশ্চিমবঙ্গের দুর্বল ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ছানি, সার্জারি এবং চক্ষু স্ক্রিনিং ক্যাম্প পরিচালনা এবং উন্নত চোখের স্বাস্থ্যসেবা চালু করা। তিনি আরও জানান, আপাতত এই হাসপাতালে চোখের যাবতীয় সমস্যার সমাধান বিনামূল্যে করা হচ্ছে।

ব্যাংকিং পরিষেবার পাশাপাশি স্বাস্থ্য পরিষেবায় এসবিআই ফাউন্ডেশন

পাশাপাশি শিশু থেকে বৃদ্ধদের চোখের যত্ন নেওয়ার বিশেষ সচেতনতা শিবির করা হয়।এদিন রায়দিঘির নন্দকুমারপুর অঞ্চলে উদ্বোধন হয় অত্যাধুনিক প্রযুক্তির চক্ষু বিভাগের।

ব্যাংকিং পরিষেবার পাশাপাশি স্বাস্থ্য পরিষেবায় এসবিআই ফাউন্ডেশন

এসবিআই ফাউন্ডেশনের সহযোগিতায় স্বর্ণলতা সবুজ সেবাসদন হাসপাতালে এই পরিষেবা বিভাগ চালু হল। এই উপলক্ষে সবুজ সংঘের পরিচালনায় হাসপাতাল কক্ষে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আয়োজিত হয়।

Most Popular