Saturday, April 27, 2024
spot_img
Homeরাজনীতিসিএএ কার্যকর না হলে চব্বিশে আর উদ্বাস্তু ভোট চাইতে পারব না: বিজেপি...

সিএএ কার্যকর না হলে চব্বিশে আর উদ্বাস্তু ভোট চাইতে পারব না: বিজেপি বিধায়ক

স্টাফ রিপোর্টার : সিএএ (নাগরিকত্ব সংশোধনী আইন) কার্যকর না হলে উদ্বাস্তুদের কাছে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোট চাইতে পারব না, বিস্ফোরক মন্তব্য করলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক।

সিএএ কার্যকর না হলে চব্বিশে আর উদ্বাস্তু ভোট চাইতে পারব না: বিজেপি বিধায়ক

তিনি বলেন, “২০১৯ সালে বিজেপি সরকার সিএ বিল (নাগরিকত্ব বিল) পাশ করেছে। কিন্তু তিন বছর হয়ে গেল, এখনও সেই আইন কার্যকর করা হয়নি। যেই কারণে রাজ‌্যের উদ্বাস্তুরা ক্ষুব্ধ।”

সিএএ কার্যকর না হলে চব্বিশে আর উদ্বাস্তু ভোট চাইতে পারব না: বিজেপি বিধায়ক

এরপরেই অসীম বলেছেন, “২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে সিএএ কার্যকর না হলে উদ্বাস্তুরা আর বিজেপির পাশে থাকবে না। আর আমিও উদ্বাস্তুদের কাছে ভোট চাইতে পারব না।”

Most Popular