Saturday, April 27, 2024
spot_img
Homeরাজ্যজিটিএ থেকে কালিম্পংকে আলাদা করার দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি

জিটিএ থেকে কালিম্পংকে আলাদা করার দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি

স্টাফ রিপোর্টার : জিটিএ থেকে কালিম্পংকে আলাদা করার দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন কালিম্পংয়ের বিধায়ক রুদেন লেপচা। মূলত, রুদেন লেপচা কালিম্পংয়ের নির্দল বিধায়ক। পাহাড়ে তিনটি বিধানসভার মধ্যে দু’টি বিজেপির দখলে, একটিতে রয়েছে নির্দলের সদস্য। রুদেন লেপচা অনিত থাপার অনুগামী হিসাবেই পরিচিত মুখ।

জিটিএ থেকে কালিম্পংকে আলাদা করার দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি

তাঁর দাবি, “যখন কালিম্পং আলাদা জেলা হয়ে গিয়েছে তা হলে বাকি জেলাগুলির মতই সুবিধা পাওয়া উচিৎ। সংবিধান অনুযায়ী তো এটা প্রাপ্য আমাদের। আমাদের একটাই দাবি, যখন মহকুমা থেকে কালিম্পং জেলা হয়েছে, তা হলে জেলা পরিষদও গঠিত হোক। জিটিএ কেন?” বিধায়ক রুদেন লেপচার দাবিকে কালিম্পংয়ের মানুষ সমর্থন জানিয়েছেন বলেই রুদেন-অনুগামীদের দাবি।

Most Popular