Friday, April 26, 2024
spot_img
Homeরাজ্যগ্রামবাসীদের নিরাপত্তা, ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট, বগটুইকাণ্ডে রাজ্যকে নির্দেশ হাইকোর্টের

গ্রামবাসীদের নিরাপত্তা, ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট, বগটুইকাণ্ডে রাজ্যকে নির্দেশ হাইকোর্টের

স্টাফ রিপোর্টার : বগটুইয়ের নৃশংস ঘটনা নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে। বুধবার মামলার শুনানিতে রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল সওয়াল করেন, সিবিআই বা অন্য কোনও কেন্দ্রীয় সংস্থার হাতে তদন্তভার দেওয়ার আগে রাজ্যের তদন্ত প্রক্রিয়াও দেখা উচিত।হাইকোর্টের নির্দেশ, ‘প্রথমে আমরা রাজ্য সরকারকে বৃহস্পতিবার দুপুর দুটোর মধ্যে কেস ডায়েরি বা রিপোর্ট প্রদানের সুযোগ দিচ্ছি।

গ্রামবাসীদের নিরাপত্তা, ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট, বগটুইকাণ্ডে রাজ্যকে নির্দেশ হাইকোর্টের

এখনও পর্যন্ত যা তদন্ত হয়েছে, সেই সংক্রান্ত রিপোর্ট বৃহস্পতিবার দুপুর দুটোর মধ্যে প্রদান করতে হবে।সেইসঙ্গে পুরো এলাকা সিসিটিভিতে মুড়ে ফেলতে হবে। তাতে পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকতে পারবে। যা সব দিকের ছবি তুলে ধরতে হবে। পরবর্তী নির্দেশের আগে পর্যন্ত টানা রেকর্ডিং করারও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি পূর্ব বর্ধমানের জেলা জজের উপস্থিতিতে সেইসব সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দেওয়া হয়েছে।সাক্ষী ও গ্রামবাসীদের নিরাপত্তার বন্দোবস্ত করতে হবে রাজ্যকে। ঘটনাস্থল থেকে কেন্দ্রীয় ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির দিল্লির আধিকারিকদের নমুনা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।’

Most Popular