Friday, April 26, 2024
spot_img
Homeদেশফের বিশ্বের দূষিততম শহরের তকমা পেল দিল্লি

ফের বিশ্বের দূষিততম শহরের তকমা পেল দিল্লি

সংবাদ সংস্থা : ফের বিশ্বের দূষিততম শহরের তকমা পেল দিল্লি। তালিকায় রয়েছে বাংলাদেশের ঢাকা, চাডের এনজামেনা, তাজিকিস্তানের দুশানবে, ওমানের মুসক্যাটের মতো শহরগুলিও। কিন্তু সকলকে দূষণের নিরিখে টেক্কা দিয়ে শীর্ষে দেশের রাজধানী শহরই। শুধু তাই নয়। গত বছরের তুলনায় এবার দিল্লির দূষণ বেড়েছে ১৪.৬ শতাংশ ।

ফের বিশ্বের দূষিততম শহরের তকমা পেল দিল্লি

তবে কেবল দিল্লি নয়, ১০৭টি শহরের এই তালিকা থেকে জানা যাচ্ছে মধ্য ও দক্ষিণ এশিয়ার সবচেয়ে দূষিত ১৫টি শহরের মধ্যে ১১টি শহরই ভারতের। পরিস্থিতি সর্বত্রই আশঙ্কাজনক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-র বেঁধে দেওয়া মাত্রার চেয়ে ১০ গুণ বেশি দূষণ রয়েছে দেশের ৪৮ শতাংশ শহরেই।

Most Popular