Wednesday, May 8, 2024
spot_img
Homeদেশসাড়ে ৩ কোটির হেরোইন বাজেয়াপ্ত নিরাপত্তা বাহিনীর, আটক ২

সাড়ে ৩ কোটির হেরোইন বাজেয়াপ্ত নিরাপত্তা বাহিনীর, আটক ২

অভিষেক প্রধান : দেশে চলছে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন। তার মধ্যেই মাদক পাচার রোধে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। কুমড়োর ভিতরে লুকিয়ে রাখা ৩.৫ কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত করল আসাম রাইফেলস ও মনিপুর পুলিশ। প্রতিবেশী দেশ মায়ানমার থেকে পাচার হচ্ছিল বলে জানা গিয়েছে।

সাড়ে ৩ কোটির হেরোইন বাজেয়াপ্ত নিরাপত্তা বাহিনীর, আটক ২

এই ঘটনায় দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। পুলিশ সুত্রে খবর, একটি গোপন তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী ফিরজাওয়াল জেলার টিপাইমুখ থেকে দক্ষিণ আসামের কাছাড়ের দিকে জিরিবামে আসা একটি সন্দেহভাজন পিকআপ ট্রাকটিকে তল্লাশি করে। তল্লাশির সময় নিরাপত্তা কর্মীরা ৩০ টি সাবানের বাক্সে ৩৬৩.৪৫ গ্রাম হেরোইন পান, যা অন্যান্য সবজির সাথে ওই ট্রাকে বোঝাই কুমড়োর মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল।

সাড়ে ৩ কোটির হেরোইন বাজেয়াপ্ত নিরাপত্তা বাহিনীর, আটক ২

এরপরই ট্রাক সহ দুই জনকে আটক করে পুলিশ। এদিকে এই ঘটনায় নিরাপত্তা বাহিনীকে অভনন্দন জানিয়েছেন মনিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং। এক্স হ্যান্ডেলে তিনি বলেন,আমরা ৬০,০০০ কোটি টাকারও বেশি মূল্যের হেরোইন ড্রাগ, আফিম, বড়ি ইত্যাদি উদ্ধার করেছি। ২০,০০০ হেক্টরের বেশি আফিম বাগান ধংশ করেছি। ভারতীয় যুবকদের বাঁচানোর জন্য মাদকের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে।‘

সাড়ে ৩ কোটির হেরোইন বাজেয়াপ্ত নিরাপত্তা বাহিনীর, আটক ২

উল্লেখ্য, গত মাসে মধ্যপ্রদেশের সাগর জেলা থেকে এনসিবি একটি ট্রাক থেকে প্রায় ৬৫৫ কেজি গাঁজা উদ্ধার করে এবং দুই পাচারকারীকে গ্রেপ্তার করে। যার বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা। উৎসবের আড়ালে লুকিয়ে গাঁজা আনা হয়েছিল উড়িষ্যা থেকে। পরে এসিবি দল ওই বিপুল পরিমান গাঁজা ও ট্রাকটিকে আটক করে।

Most Popular