Friday, April 26, 2024
spot_img
Homeরাজ্যনিউ আলিপুরে বন্ধ রঙের কারখানায় আগুন

নিউ আলিপুরে বন্ধ রঙের কারখানায় আগুন

সুদীপকুমার দাস, কলকাতা: কলকাতা পুরসভার ৮১ নম্বর ওয়ার্ডের নিউ আলিপুরে চেতলা সংলগ্ন দীনেশ দাস রোডে বিধ্বংসী আগুন লাগে বন্ধ রঙের কারখানায়। ঘটনাস্থলে আগুন নেভাতে পৌঁছায় দমকলের ১০টি ইঞ্জিন। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। কারখানার ভিতর থেকে একের পর এক শব্দ শোনা গেলে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।

নিউ আলিপুরে বন্ধ রঙের কারখানায় আগুন

তাঁরা জানান, ওই কারখানায় আলমারি সহ বিভিন্ন আসবাবপত্র তৈরি হত। তাই দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। চারপাশের বস্তি এলাকায় আগুন ছড়িয়ে পড়লে বড় ক্ষতির আশঙ্কা ছিল। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজে এগিয়ে আসেন। অনেকক্ষণ পরে দমকল ঘটনাস্থলে পৌঁছয়।

নিউ আলিপুরে বন্ধ রঙের কারখানায় আগুন

ততক্ষণে কারখানার ভিতরে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে আসেন কলকাতা পুলিশের ডিআইজি, বিপর্যয় মোকাবিলা দফতরের সদস্যরাও। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হবে বলে জানান দমকলের আধিকারিক । এলাকার জনপ্রতিনিধি জুঁই বিশ্বাস জানান, কারখানাটা বহু পুরনো।

নিউ আলিপুরে বন্ধ রঙের কারখানায় আগুন

ভিতরে অগ্নিনির্বাপণ ব্যবস্থা আছে কি না তা জানা নেই। আশপাশের বহু বস্তি আছে। আগুন ছড়িয়ে পড়লে ভয়ঙ্কর আকার নিত। আশপাশের কোনও মানুষ আঘাত পায়নি। যা ক্ষতি হয়েছে কারখানার ভিতরে।

Most Popular