Friday, April 26, 2024
spot_img
Homeরাজ্য‘তৃণমূল দিচ্ছে ডাক, কাস্তে-হাতুড়ি বেঁচে থাক’, কটাক্ষ সুকান্ত-র

‘তৃণমূল দিচ্ছে ডাক, কাস্তে-হাতুড়ি বেঁচে থাক’, কটাক্ষ সুকান্ত-র

স্টাফ রিপোর্টার : রাজ্যে তৃণমূলের সঙ্গে সিপিএমের সমঝোতা হয়েছে, চিন্তন বৈঠকে এমনটাই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কলকাতার পর রাজ্যের ১০৮ পুরসভার ভোটেও ফল ভালো ফল হয়নি বিজেপির। ফল প্রকাশের পর তাই চিন্তন বৈঠকে বসেছে বিজেপি। শনিবার সেই বৈঠকে সুকান্তর তাঁর দাবি, ১০ টা ছাপ্পা দেওয়া হলে ৮ টা তৃণমূলের আর ২ টি সিপিআইএমের, এটাই নতুন সমীকরণ।তিনি বলেন, ‘এই রাজ্যে অলিখিত জরুরি অবস্থা চলছে। তৃণমূল করতেই হবে।

‘তৃণমূল দিচ্ছে ডাক, কাস্তে-হাতুড়ি বেঁচে থাক’, কটাক্ষ সুকান্ত-র

সিপিএম করলে কিছু বলবে না, বিজেপি করলেই আক্রমণ নেমে আসছে।’কর্মীদের উদ্দেশে তাঁর বার্তা, ‘আপনারা ঠিক করে কাজ করলে দল ২০২৬-এ ক্ষমতায় আসবে।’ বাংলাকে বাঁচানোর লড়াই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে বলেও উল্লেখ করেন তিনি। সুকান্ত মজুমদারের দাবি, বিজেপিই রাজ্যের প্রধান বিরোধী দল, তাই বিজেপির কাঁধেই রয়েছে বাংলাকে বাঁচানোর দায়িত্ব।

Most Popular