Monday, May 6, 2024
spot_img
Homeদেশপদক বিসর্জন দিতে হরিদ্বারে গঙ্গার ঘাটে প্রতিবাদী কুস্তিগীররা

পদক বিসর্জন দিতে হরিদ্বারে গঙ্গার ঘাটে প্রতিবাদী কুস্তিগীররা

সংবাদ সংস্থা: ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের গ্রেপ্তারির দাবিতে নিজেদের যাবতীয় পদক হরিদ্বারের গঙ্গায় বিসর্জন দিতে চলেছেন দেশের স্বনামধন্য কুস্তিগীররা। ডাব্লুএফআই-এর সভাপতির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলা হয়েছে। এই মর্মে বজরং পুনিয়া, সাক্ষী মালিকরা দিল্লির যন্তরমন্তরে প্রতিবাদী ধর্নায় বসেছিলেন।

পদক বিসর্জন দিতে হরিদ্বারে গঙ্গার ঘাটে প্রতিবাদী কুস্তিগীররা

কিন্তু, নতুন সংসদ ভবনের উদ্বোধনের দিনই দিল্লি পুলিশ তাঁদের আটক করে এবং সেখান থেকে সরিয়ে দেয়।মঙ্গলবার বিকেল ৫টা নাগাদ হরিদ্বারে হাজির হন ভারতীয় কুস্তিগীররা। ইতিপূর্বেই তাঁরা টুইটারে বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছিলেন যে যাবতীয় পদক তাঁরা গঙ্গা নদীতে বিসর্জন দেবেন। সেকারণেই একটা বিশাল সংখ্যক পুলিশ গঙ্গার ঘাটে মোতায়েন করা হয়েছিল।

পদক বিসর্জন দিতে হরিদ্বারে গঙ্গার ঘাটে প্রতিবাদী কুস্তিগীররা

বিকেল ৫টা বেজে ৫০ মিনিটে তাঁরা ‘হর কি পৌরি’ চলে আসেন। তারপরই শুরু হয় পদক বিসর্জন দেওয়ার প্রস্তুতি। কুস্তিগীরদের প্রত্যেকের চোখেই জল ছিল। দেখতে দেখতেই তাঁরা কান্নায় ভেঙে পড়েন। শেষবারের মতো পদকগুলো আঁকড়ে ধরেন বজরং, সাক্ষীরা। সঙ্গে ছিলেন শতাধিক সমর্থক।

Most Popular