Monday, April 29, 2024
spot_img
Homeরাজ্য১০ জনকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনায় মূল অভিযুক্ত লালনের বাড়িতে শতাব্দী, ...

১০ জনকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনায় মূল অভিযুক্ত লালনের বাড়িতে শতাব্দী, আশ্বাস পাশে থাকার

স্টাফ রিপোর্টার: সিবিআই হেফাজতে থাকা অবস্থায় লালন শেখের মৃত্যুর প্রায় এক সপ্তাহ পর তাঁর বাড়িতে গেল বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়।রবিবার দুপুরে বগটুই গ্রামে লালন শেখের বাড়িতে হাজির হন শতাব্দী রায়। সেখানে লালন শেখের স্ত্রী রেশমা বিবির সঙ্গে কথা বলেন তিনি।শতাব্দীকে দেখে আপ্লুত লালনের স্ত্রী রেশমা বিবি। শতাব্দীর হাত ধরে বলেন, ”আপনিই প্রখম এলেন।

১০ জনকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনায় মূল অভিযুক্ত লালনের বাড়িতে শতাব্দী, আশ্বাস পাশে থাকার

এখনও তো কেউ পাশে এসে দাঁড়ায়নি। আমরা আইনের ভরসা লড়ছি। রাজ্যের উপর, বিচারব্যবস্থার উপর ভরসা আছে।” রেশমা বিবি তাঁকে জানান, সিবিআই বাড়ি সিল করে রাখার সময় বাড়িতে চুরি হয়েছে। টাকা পয়সা, মেয়ের গয়না, টিভি নিয়ে গিয়েছে চোরেরা। শতাব্দীর দাবি, তাঁর কাছে লালনের পরিবারের লোকজন যা অভিযোগ করছেন তা মারাত্মক।

১০ জনকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনায় মূল অভিযুক্ত লালনের বাড়িতে শতাব্দী, আশ্বাস পাশে থাকার

তাঁর অভিযোগ, লালনের পাশাপাশি সিবিআইয়ের কর্তারা মারধর করেছেন লালনের স্ত্রীকেও। সাংসদের প্রশ্ন, ‘‘একজন মহিলাকে কী ভাবে মারধর করা হয়!’’ তার পরেই শতাব্দী বলেন, ‘‘আমি এটা নিয়ে যত দূর যেতে হয় যাব। দিদি এবং অভিষেকের সঙ্গে কথা বলব। আমি সব রকম ভাবে পরিবারের পাশে আছি।’’

Most Popular