Saturday, May 4, 2024
spot_img
Homeদেশকাশ্মীরে জামাত-ই-ইসলামির ৯০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত

কাশ্মীরে জামাত-ই-ইসলামির ৯০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত

সংবাদ সংস্থা : কাশ্মীরের অনন্তনাগ জেলায় জামাত-ই-ইসলামির এগারোটি সম্পত্তি বাজেয়াপ্ত করল স্থানীয় প্রশাসন।জানা গিয়েছে, এই সম্পত্তির বাজারমূল্য প্রায় ৯০ কোটি টাকা।জম্মু ও কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদ এবং সন্ত্রাসবাদকে দমন করার জন্য বিশেষ অভিযানে নেমেছে সে রাজ্যের প্রশাসন।

কাশ্মীরে জামাত-ই-ইসলামির ৯০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত

এই অভিযানের অঙ্গ হিসাবেই জামাত-ই-ইসলামির সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করল স্থানীয় প্রশাসন।শনিবার রাজ্যের বিশেষ তদন্তকারী দল স্থানীয় পুলিশের সঙ্গে যৌথ ভাবে হানা দিয়ে অনন্তনাগ জেলায় জামাত-ই-ইসলামির এগারোটি সম্পত্তি বাজেয়াপ্ত করে। সম্পত্তি বাজেয়াপ্ত করার বিষয়ে নির্দেশিকা দেওয়া হয়েছিল অনন্তনাগ জেলা প্রশাসনের তরফে।

কাশ্মীরে জামাত-ই-ইসলামির ৯০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত

ইতিমধ্যেই এই সংগঠনের ২০০টি সম্পত্তি চিহ্নিত করেছে প্রশাসন। ধাপে ধাপে সেগুলিকেও বাজেয়াপ্ত করা হবে বলে জানা গিয়েছে।গত মাসেই সোপিয়ান জেলায় সংগঠনটির ৯টি সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল জেলা প্রশাসন। এই সম্পত্তিগুলির মধ্যে ছিল ২টি স্কুলবাড়িও।

Most Popular