Monday, April 29, 2024
spot_img
Homeরাজ্যরেশন কার্ডে পদবিতে 'দত্ত'র বদলে ‘কুত্তা’, প্রতিবাদে জয়েন্ট বিডিওর সামনে ‘ঘেউ ঘেউ’...

রেশন কার্ডে পদবিতে ‘দত্ত’র বদলে ‘কুত্তা’, প্রতিবাদে জয়েন্ট বিডিওর সামনে ‘ঘেউ ঘেউ’ করে প্রতিবাদ

স্টাফ রিপোর্টার : রেশন কার্ডে পদবিতে ‘দত্ত’র বদলে লেখা হয়েছে লেখা হয়েছে ‘কুত্তা’।ক্ষোভে এবং অপমানে ‘দুয়ারে সরকার’ শিবিরে গিয়ে প্রতিবাদ করলেন শ্রীকান্তিকুমার দত্ত নামে নামে এক যুবক। রাস্তায় জয়েন্ট বিডিওকে গাড়িতে যেতে দেখেই রেশন কার্ড হাতে নিয়ে ছুটে গেলেন তিনি। তার পর গাড়ির জানলার সামনে গিয়ে কুকুরের মতো রব করলেন তিনি।

রেশন কার্ডে পদবিতে 'দত্ত'র বদলে ‘কুত্তা’, প্রতিবাদে জয়েন্ট বিডিওর সামনে ‘ঘেউ ঘেউ’ করে প্রতিবাদ

স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি স্থানীয় ‘দুয়ারে সরকার’ শিবিরে আসছিলেন বাঁকুড়া-২ ব্লকের জয়েন্ট বিডিও বিমান কর। তিনি বসেছিলেন চালকের পাশের আসনে। শিবিরে ঢোকার মুখে, গাড়ির খোলা জানলা দিয়ে মুখ বাড়িয়ে শ্রীকান্তি একটানা ‘ঘেউ, ঘেউ’ করে ডেকে চলেন।

রেশন কার্ডে পদবিতে 'দত্ত'র বদলে ‘কুত্তা’, প্রতিবাদে জয়েন্ট বিডিওর সামনে ‘ঘেউ ঘেউ’ করে প্রতিবাদ

প্রথমে বিষয়টা বুঝতে না পেরে হকচকিয়ে যান জয়েন্ট বিডিও। তিনি জানতে চান, কী হয়েছে? ঠিক তখনই ওই যুবক হাতে থাকা রেশন কার্ডের প্রতিলিপি ইশারায় দেখতে বলেন ওই আধিকারিককে। একই সঙ্গে তিনি অনবরত ‘ঘেউ, ঘেউ’ শব্দ করতে থাকেন তিনি।

রেশন কার্ডে পদবিতে 'দত্ত'র বদলে ‘কুত্তা’, প্রতিবাদে জয়েন্ট বিডিওর সামনে ‘ঘেউ ঘেউ’ করে প্রতিবাদ

বিষয়টি বুঝতে পেরে জয়েন্ট বিডিও শ্রীকান্তিকে সঙ্গে নিয়েই ‘দুয়ারে সরকার’ শিবিরে যান। সেখানেই তিনি অন্যান্য কর্মী এবং আধিকারিককে নির্দেশ দেন, অবিলম্বে ভ্রম সংশোধন করার। সূত্রের খবর, ওই ঘটনার পরের দিনই সংশোধিত রেশন কার্ড পেয়েছেন শ্রীকান্ত।

Most Popular